DYFI রাজ্য সম্মেলনে সাধারণ যাত্রী হয়ে আসছেন চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার

নিউজ ডেস্ক: সম্মেলন মঞ্চের প্রস্তুতি দেখনদারি। তবে দলটাই যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। রাজ্যের কোনও লোকসভাতেই নেই। এমনই অবস্থায় সিপিআইএমের যুব সংগঠন ডিএয়াইএফআইয়ের (DYFI) ১৯…

ordinary passenger Ex cm of tripura manik sarkar

নিউজ ডেস্ক: সম্মেলন মঞ্চের প্রস্তুতি দেখনদারি। তবে দলটাই যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। রাজ্যের কোনও লোকসভাতেই নেই। এমনই অবস্থায় সিপিআইএমের যুব সংগঠন ডিএয়াইএফআইয়ের (DYFI) ১৯ তম রাজ্য সম্মেলন হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ত্রিপুরার চারবারের মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Manik Sarkar)। তিনি রায়গঞ্জে আসছেন এমন একটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে সিপিআইএম(CPIM) পলিটব্যুরো সদস্য মানিকবাবু তাঁর ‘যুব কমরেড’ দের আহ্বানে ট্রেনে আগরতলা থেকে রায়গঞ্জে আসছেন। সঙ্গে আছেন ত্রিপুরার বাম যুবকর্মীরা।

Manik sarkar

মানিক সরকারের এমন ছবি দেখে বাম সমর্থক তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলে পড়েছে বিপুল সাড়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর সরকারি সুবিধা অনুযায়ী আগরতলা থেকে বিশেষ ব্যবস্থায় আসতে পারতেন, কিন্তু দলীয় সহকর্মীদের সঙ্গে খোশগল্প করতে করতে ট্রেনে আসছেন এ দৃশ্য রীতিমতো বিরল।

শনিবার রায়গঞ্জের রেল ময়দানে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনে মানিক সরকার প্রধান বক্তা। তিনি এই মুহূর্তে ক্ষয়িষ্ণু বাম দলগুলির কাছে ‘আইকন’। আসন্ন ত্রিপুরা বিধানসভা ভোটে তাঁকে মুখ করেই ফের রাজ্যটি পুনর্দখলে ঝাঁপাবে সিপিআইএম।

DYFI

টানা ২৫ বছর ত্রিপুরায় বামফ্রন্ট সরকার ছিল। গত বিধানসভা ভোটে সে রাজ্যে বাম সরকারের পতন হয়। কুড়ি বছরের টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার হন বিরোধী নেতা।

ডিওয়াইএফআই জানিয়েছে, সম্মেলনের লোগো উদ্বোধন করেছেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী। তিনিও সম্মেলনের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন।

DYFI

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছেন বাম যুব সংগঠনটির রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। গত বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেন। পরাজিত হলেও মীনাক্ষীর প্রচার নন্দীগ্রাম সহ রাজ্য জুড়ে প্রবল আলোড়ন ফেলেছিল।