নিউজ ডেস্ক: পাঁচশ বছর আগে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন। কয়েকশ বছর ধরে মানুষ কম-বেশি বিশ্বাস করে আসছে দ্য ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনির প্রোট্রেট।
আরও পড়ুন শিল্পেই বিপ্লব: তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি
এবার ব্রিস্টলে নতুন ভাবে নিয়ে আসা হল পৃথিবী বিখ্যাত মোনালিসাকে। যদিও ক্যানভাসের ওপরে নয়, মোনালিসাকে এবার ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্যশিল্পী নিক ওয়াকার এবং সহশিল্পী ব্যাঙ্কসি ব্রোঞ্জের মোনালিসাটি তৈরি করেছেন। বর্তমানে ব্রিস্টলের এম শেডে রাখা হয়েছে ভাস্কর্যটি।
আরও পড়ুন Explained: আবদুল গণি বরাদার এবং তালিবান সরকারের অংশীদার হাক্কানি নেটওয়ার্কের বিরোধ
১৬০ টি ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে মোনালিসা সাজা এক লাইভ মডেলের ৩৬০ ডিগ্রি ছবি তোলা হয়। সেই ছবির রেফারেন্সেই রিগ তৈরি করে মোনালিসাকে ফুঁটিয়ে তুলেছেন দুই শিল্পী। যদিও অনেকেই বলছেন, লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবির মোনালিসার মুখ বা হাসি, দুইই স্নিগ্ধ। কিন্তু মোনালিসার ভাস্কর্যটি অনেকাংশেই যৌনইঙ্গিতবাহী। অনেকে আবার মেরিলিন মনরোর বিখ্যাত ছবির সঙ্গেই মিল পেয়েছেন ভাস্কর্যটির। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রদর্শন করা হবে মোনালিসার এই ভাস্কর্যটি।
আরও পড়ুন কাজহীন কেঞ্জাকুড়া শিল্পগ্রাম ভাবছে বিশ্বকর্মার আরাধনা হবে তো!
দ্য ভিঞ্চি মোনা লিসার পোট্রেটটি নিয়ে কাজ করেছিলেন ১৫০৩ সাল থেকে ১৫১৭ সাল পর্যন্ত। শুরু করেছিলেন ইটালির ফ্লোরেন্সে, তারপর ফ্রান্সে। ১৮১৫ সালে প্রথম এই ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার পোট্রেট সর্বসাধারণের দেখার জন্য এনে রাখা হয়। ১৯১১ সালে প্রথমবার বিশ্বের বিশ্বের লক্ষ লক্ষ সাধারণ মানুষ দ্য ভিঞ্চির আঁকা এই অমর সৃষ্টির কথা জানতে পারেন। কারণ, সে বছরই অগাস্টে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি যায় মোনালিসার পোট্রেটটি।