19 C
London
Saturday, June 3, 2023
HomeUncategorizedAfghanistan: কাবুলে মারের বদলা কুন্দুজে নিল ইসলামিক স্টেট? মসজিদে বিস্ফোরণে বহু মৃত্যু

Latest Posts

Afghanistan: কাবুলে মারের বদলা কুন্দুজে নিল ইসলামিক স্টেট? মসজিদে বিস্ফোরণে বহু মৃত্যু

- Advertisement -

নিউজ ডেস্ক: তালিবান সরকারের পুলিশের দাবি ১০০ জনের বেশি মৃত কুন্দুজের মসজিদে। ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর পিছনে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। অন্তত ৯০ জন জখম। এদের অনেকের অবস্থা আশঙ্কা জনক।

কুন্দুজ প্রদেশ আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাজিকিস্তান সীমান্তের লাগোয়া। বিস্ফোরণ ঘটানোর পিছনে কোনও তালিবান বিরোধী গেরিলা সংগঠনের হাত আছে কিনা তাও আলোচিত হচ্ছে।

- Advertisement -

আফগানিস্তানে দ্বিতীয় তালিবান সরকারের আমলে কুন্দুজ মসজিদের বিস্ফোরণ প্রথম ভয়াবহ নাশকতা। শুক্রবার ধর্মীয় দিন। ফলে মসজিদে ছিল ভিড়। সেই ভিড়ে হয় বিস্ফোরণ। রক্তাক্ত এই মসজিদ প্রাঙ্গনে বহু মানুষের দেহ পড়ে আছে। দেহ সরানোর কাজ চলছে।

আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠন করার পর তালিবান জঙ্গিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসানের সংঘর্ষ চলছে। সম্প্রতি রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তালিবান হামলা চালায় আইএস ঘাঁটিতে। বেশ কিছু আইএস জঙ্গি মারা যায়। তালিবান বনাম আইএস দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান।

কুন্দুজের বিস্ফোরণের ঘটনায় তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss