9.3 C
London
Wednesday, March 29, 2023
HomeUncategorizedঅধীর তোপ : কেন্দ্রের জেদের জন্যই পেগাসাস নিয়ে আলোচনা হচ্ছে না

Latest Posts

অধীর তোপ : কেন্দ্রের জেদের জন্যই পেগাসাস নিয়ে আলোচনা হচ্ছে না

- Advertisement -

নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত সংসদের দুই কক্ষ। “জেদ ধরে বসে আছে কেন্দ্রীয় সরকার”। তাই পেগাসাস নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না৷” বৃহস্পতিবার লোকসভায় মোদি সরকারকে বিঁধে তোপ দাগলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছে বিরোধী শিবির।এ ফোনে আড়িপাতা নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সংসদের দুই কক্ষের অধিবেশন। আজও তার অন্যথা হল না। সংসদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে বাইরেও। সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা।

- Advertisement -

সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাস নিয়ে তদন্ত হওয়া উচিত বলে দাবি তুলেছেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার সংসদ কক্ষের বাইরে গান্ধী মূর্তির পাদদেশের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদরা।

ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাস।উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। বিজেপি বিরোধী একাধিক দলের নেতার ফোনে আড়িপাতা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন। পেগাসাস নিশানায় ছিলেন সাংবাদিক, বিচারপতি, ব্যবসায়ী থেকে শুরু করে তাবড় ব্যক্তিত্ব। এমনকি মোদি সরকারের একাধিক মন্ত্রী ফোনেও আড়ি পাতা হয়েছে পেগাসাস ব্যবহার করে। পেগাসাস নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ‘গণতন্ত্রের কণ্ঠরোধ করছে কেন্দ্রীয় সরকার’, এমনই অভিযোগ বিরোধীদের।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss