নিউজ ডেস্ক: দশকের পর দশক ধরে কংগ্রেস করা লোক। বিচ্ছেদ আগেও হয়েছে। ফিরেও এসেছেন। এমনই খুঁটি নড়বড়ে হতে শুরু করল। ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) দিল্লিতে আসা ইস্তক গুঞ্জন, তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত ‘ক্যাপ্টেন সাহাব’ তেমন পদক্ষেপ নেননি। রাজধানীর আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টি দেখছেন।
পাঞ্জাবে (Punjab) ক্যাপ্টেনের কংগ্রেস ইনিংস শেষ বলেই ধরে নিয়েছে ম্যাডাম সোনিয়া গান্ধী। রাজীব জমানার কংগ্রেস নেতাকে বাঁয়ার খাতায় রাখছে কংগ্রেস। আবার ক্যাপ্টেন অমরিন্দর সিংকে টেনে আনতে মরিয়া শিরোমনি আকালি দল। যে দলের পূর্বতন সদস্য সদ্য প্রাক্তন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
অমৃতসর স্বর্ণমন্দিরে খালিস্তানি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সেনা অভিযান ‘অপারেশন ব্লু স্টার’ নির্দেশ দেওয়ার পর কংগ্রেসের অভ্যন্তরে ধ্বস নেমেছিল। শিখ ধর্মাবলম্বী অমরিন্দর সিং কংগ্রেস ত্যাগ করেন। শিরোমণি আকালি দলে যোগ দেন। পরে আকালি দলেই নিজের গোষ্ঠী হয়। রাজনৈতিক সমীকরণে ফের কংগ্রেসে ফিরে আসেন। নব্বই দশক থেকে টানা পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের মুখ তিনি।
গত বিধানসভা ভোটে পাঞ্জাবে আকালি দলের পতন হয়। কংগ্রেস সরকার গড়ে। তারপর টানা স্থানীয় নির্বাচনগুলিতে কংগ্রেস ও আম আদমি পার্টির লড়াই বড় হয়েছে। আকালি দল রয়েছে। কিন্তু কেন্দ্রের কৃষি আইনের ধাক্কায় আকালি দল এনডিএ ত্যাগ করে। সাম্প্রতিক নির্বাচনে বিজেপির বিরাট ধাক্কা লেগেছে পাঞ্জাবে।
বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে কংগ্রেসের অভ্যন্তরীণ জটিলতার দুই মেরুতে চলে যান নভজ্যোত সিং সিধু ও ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাঞ্জাবে কংগ্রেস ভেঙে যাওয়ার পরিস্থিতি। সিধু নাকি পুরনো ক্যাপ্টেন কাকে কাছে টানবে কংগ্রেস তাই আলোচনার কেন্দ্রে। পরিস্থিতি এমন যে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।
এমন পরিস্থিতিতে সিধু অনবরত চাপ তৈরি করেছেন দলেরই হাইকমান্ডের উপরে। কোনঠাসা হতে হতে পুরনো বহু নেতার মতো ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ ঘোরালেন রাজধানীর দিকে। পাঞ্জাবে ক্যাপ্টেনের কংগ্রেস পিচের ইনিংস শেষের পথে, আশায় বুক বাঁধছেন এই রাজ্যে ধুঁকতে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা।