নিউজ ডেস্ক: পুনর্গঠিত পঞ্জাব কংগ্রেস মন্ত্রিসভার শপথ গ্রহণের দু’দিন পরেই পদত্যাগ করলেন নভজ্যোত সিং সিধু। সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে টুইট করে জানান যে তিনি রাজ্য কংগ্রেস প্রধানের পদ থেকে সরে যাচ্ছেন। নভজোৎ সিংহ সিধু জানালেন, ‘প্রদেশ সভাপতির পদ ছাড়লেও কংগ্রেসেই আছি। পাঞ্জাবের উন্নয়নের জন্য কোনও সমঝোতা করতে পারব না।’ কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ক্যাপ্টেন অমরিন্দর সিং -এর পদত্যাগের কয়েক দিন পর কী কারণে তিনি এই পদক্ষেপ নিলেন?
মন্ত্রিসভা গঠন: নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দোয়াবা অঞ্চলের ছ’জন মন্ত্রী রানা গুরজিৎ সিংয়ের পদোন্নতির বিরুদ্ধে সিধুকে একটি চিঠি দেন। জানা গিয়েছে, সিধুও কপূরথলার বিধায়ক রানা গুরজিৎকে দলে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ছিলেন, কিন্তু কংগ্রেস হাইকমান্ড তাঁর কথায় , সিধুর ঘনিষ্ঠ পিপিসিসির (Punjab Pradesh Congress Committee) কার্যকরী সভাপতি কুলজিৎ সিং নাগরাকে সরিয়ে দেওয়া হয়।
সুখজিন্দর সমস্যা: সিধু পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়াকে গুরুত্বপূর্ণ গৃহ পোর্টফোলিও দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নন। সে বিষয়েও দলের হাইকমান্ডের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
নতুন এডমিন: পিপিসিসি প্রধান সিধু পাঞ্জাব পুলিশ প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে তাঁর পছন্দের কোনো কর্মকর্তা পাননি। তা নিয়েও রাজ্যের কংগ্রেস সরকারের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন সিধু।
আরও পড়ুন Politics: নেহরু থেকে কানহাইয়া, কংগ্রেসের বাম নেতারা বরাবর সুপারহিট
নতুন মুখ্যমন্ত্রী: অমরিন্দর সিংয়ের ইস্তফার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন চরণজিৎ সিংহ চান্নি।এই প্রথম কোনও দলিত মুখ বসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুর্সিতে। যদিও অনেকেই একপ্রকার নিশ্চিত ছিলেন, এবার পঞ্জাবের কুর্সিতে বসছেন সিধু। সেই পদ না পাওয়াতেই ইস্তফা দিয়েছেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও রাজ্যের মন্ত্রীদের নাম চূড়ান্ত করার সময় রাহুল গাঁধী চরণজিৎ সিংহ চান্নির সঙ্গেই আলোচনা করেছিলেন। এছাড়াও বিভিন্ন পদে চান্নি যে নামগুলি ঠিক করছেন, তাতেও সিধুর সঙ্গে আলোচনা হয়নি।
অন্যদিকে জল্পনা ছড়িয়েছে যে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ খুব শীঘ্রই দিল্লি যাচ্ছেন। বিভিন্ন সূত্রে জল্পনা চলছে যে, তিনি দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করতে পারেন। গত ১৮ সেপ্টেম্বর পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অমরিন্দর সিংহ। তারপর থেকে এটি হতে চলেছে তাঁর দ্বিতীয়বার দিল্লি সফর।