19 C
London
Saturday, June 3, 2023
HomeUncategorizedজাভেদের RSS-তালিবান তুলনায় এবার নিন্দায় শিব সেনাও

Latest Posts

জাভেদের RSS-তালিবান তুলনায় এবার নিন্দায় শিব সেনাও

- Advertisement -

নিউজ ডেস্ক: তালিবান ইস্যুতেই মুখ খুলুক ভারতীয় মুসলিমসমাজ, বিরুদ্ধাচারন করুক আফগানিস্তানের অবস্থার। এই উদ্যোগই নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। পড়শি দেশে তালিবানের ক্ষমতা দখল এবং তাতে ভারতের বিপদের সম্ভাবনার নিয়ে সোমবার দেশের মুসলিম সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসবেন RSS-প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু, ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে: RSS-প্রধান

- Advertisement -

যখন তালিবান ইস্যু নিয়ে নড়েচড়ে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ঠিক তখনই আরএসএস’এর সঙ্গে তালিবানের তুলনা করলেন জাভেদ আখতার। তালিবান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একই কয়েনের দুটি পিঠ বলে কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেশের প্রবীণ শিল্পীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়া। শুধু নেটিজেনরাই নন, হাত জোড় করে জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম।

আরও পড়ুন Afgan Updates: পঞ্জশির দখল পেতে তালিবান হয়ে পাকিস্তানি বিমান বাহিনীর ড্রোন হামলা


আরও পড়ুন আফগানিস্তান: রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক মহাসচিবের সঙ্গে তালিবান প্রতিনিধি দলের বৈঠক

এবার শিব সেনাও তাদের দলীয় মুখপত্র ‘সামনা’য় জানিয়ে দিল, আরএসএস এবং তালিবানের মানসিকতা একই ধরনের বলা একেবারেই ভুল। ‘সামনা’য় লেখা হয়েছে, “আরএসএস হিন্দুত্বের নামে কোনও অন্ধ উন্মাদনাকে সমর্থন করেনি। গোমাংসের কারণে হত্যা করার মতো ইস্যুও তাঁরা সমর্থন করেনি।আপনি কীভাবে বলতে পারেন স্বয়ংসেবক সংঘের এবং তালিবানদের মানসিকতা একই রকম? ভারত হিন্দু প্রধান রাষ্ট্র হলেও ধর্মনিরপেক্ষ। আরএসএসের সঙ্গে তালিবানের তুলনা করা ঠিক নয়। আমরা তা সমর্থন করি না।” 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘‘তালিবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এরা একই মানসিকতার। তালিবান বর্বর। যাঁরা আরএসএস, বজরং দলকে সমর্থন করেন, তারাও বর্বরই।” তাঁর এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে।

আরও পড়ুন মিয়া খলিফা আসবে শুনে ভিড় করেছিলেন কৃষকরা: বিজেপি নেতা

এর আগে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক জানিয়েছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে তালিবানের তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। স্বয়ংসেবক সংঘের কর্মীদের এবং অনুগামীদের কাছে বলিউডের প্রবীন শিল্পী ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলে তিনি। এবার শিব সেনার মুখেও একই সুর শোনা যাওয়ায় মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ নিয়েই কার্যত প্রশ্ন উঠে গেল। বিজেপি-শিব সেনার আবার কাছাকাছি আসার ঈঙ্গিতও পাচ্ছেন অনেকে।

আরও পড়ুন তালিবানদের বিরুদ্ধে সরব হোক দেশের মুসলিমরা: RSS

প্রসঙ্গত, তালিবানরা আফগানিস্তান দখল করার পর সে দেশের প্রায় প্রতিটি প্রান্তেই কায়েম হচ্ছে শরিয়তি আইন। ইসলামের আদেশ অনুসারেই চলছে দেশ। ২০০১ সালের আগে তালিবান যখন আফগানিস্তান শাসন করত, তখনও তারা কঠোর শরিয়া আইন জারি করেছিল। এবারেও আগের ছবিই দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে।  

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss