নিউজ ডেস্ক: সম্ভাবনা ছিলই? ঠিক তেমনই হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের কোনও মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে দূর্নীতির তথ্য দেওয়া হবে না৷ এমন জানিয়ে দিল রাজ্য লোকায়ুক্ত। এর জেরে রাজনৈতিক হাওয়া ফের গরম হতে চলেছে।
পরপর তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। যদিও ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। প্রশ্ন, কেন সরকারে থাকা দল টিএমসি ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লোকায়ুক্ত (Corruption monitoring & controlling body) নিষ্ক্রিয়।
রাজ্য লোকাযুক্ত সাফ জানিয়েছে, কোনওভাবেই মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের কোনও মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে দূর্নীতির তথ্য দেওয়া হবে না। বিষয়টি নিয়ে এবার আদালতে যাওয়ার পথ বিরোধী বিজেপির।তবে বিধানসভায় না থাকলেও সিপিআইএম সহ অন্যান্য বিরোধীরাও আদালতের দরজায় যাবে বলেই মনে করা হচ্ছে।
আগেই মুখ্যমন্ত্রীকে লোকায়ুক্তের আওতার বাইরে আনার লক্ষ্যে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বিধানসভায় সেই শক্তি তাদের রয়েছে। তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে শাসক পক্ষ আইন বদলে ফেললেও আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে বিরোধীরা।