আফগানি যৌনকর্মীদের মাথা কাটা হবে, তালিবান তালিকা প্রস্তুত

নিউজ ডেস্ক: সরকার গঠনের পরেই যৌনকর্মীদের মাথা কেটে নেবে তালিবান। সেরকম তালিকা তৈরি হচ্ছে। এমনই সংবাদ দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান…

afgan-women

নিউজ ডেস্ক: সরকার গঠনের পরেই যৌনকর্মীদের মাথা কেটে নেবে তালিবান। সেরকম তালিকা তৈরি হচ্ছে। এমনই সংবাদ দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানাচ্ছে, তালিবানের ডেথ স্কোয়াড। তারা যৌনকর্মে নিযুক্ত আফগান মহিলাদের খোঁজ করছে। যৌন কর্মে নিযুক্তদের চিহ্নিত করতে প্রচার চলছে আফগানিস্তানে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানের প্রথম সরকারের আমলে প্রকাশ্যেই অনেক মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।এবার বেছে বেছে বিভিন্ন সাইটে দেওয়া আফগান যৌনকর্মীদের নাম টুকছে তালিবান।

afgan-women

তালিবান নেতৃত্ব এখন হামলে পড়েছে পর্ন সাইটগুলিতে। দিনভর রাশিরাশি ছবি দেখে তৈরি হচ্ছে তালিকা। এমন পরিস্থিতি যে হবেই তার আশঙ্কা ছিলই। মনে করা হচ্ছে তালিবান দ্বিতীয় দফার সরকার গড়ার পরেই শুরু করবে যৌনকর্মী নিধন অভিযান।