11.7 C
London
Thursday, March 30, 2023
HomeUncategorizedস্বচ্ছ আফগানিস্তান! তালিবান জঙ্গি মেয়র ঝাঁট দিচ্ছে!

Latest Posts

স্বচ্ছ আফগানিস্তান! তালিবান জঙ্গি মেয়র ঝাঁট দিচ্ছে!

- Advertisement -

নিউজ ডেস্ক: আমরা সেই তালিবান নই! নতুনভাবে আমাদের দেখবে বিশ্ব। গত ১৫ আগস্ট কাবুল দখল করার পরেই সাংবাদিক সম্মেলনে এমনই বার্তা দিয়েছে তালিবান মুখ্যপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তার বর্নিত তালিবান নতুন অবশ্য এরই মধ্যে প্রথম তালিবান সরকারের (১৯৯৬-২০০১) মতো গণহত্যার তালিকা তৈরি করেছে বলেই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের।

তাহলে নতুন তালিবান কী রকম? টুইটারে পোস্ট হওয়া একটি ছবিতে শোরগোল বিশ্বজুড়ে। তাতে লেখা আছে কান্দাহার প্রদেশের নতুন তলিবান শাসক রাস্তায় ঝাঁট দিচ্ছে।

- Advertisement -

এই ছবি দেখে বিশ্বজুড়ে প্রশ্ন তালিবান কি কাউকে নকল করছে? কারণ একইরকম ছবি বারবার ভারতে দেখা গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযানের মতো তালিবান জঙ্গিদের সরকার স্বচ্ছ আফগানিস্তান কর্মসূচি চালু করার পিছনে রয়েছে কূটনৈতিক বার্তা। এমনই আলোচনা বিশ্বজুড়ে।

এদিকে নেট দুনিয়ায় ভাইরাল ঝাঁটা হাতে তালিবান জঙ্গিদের ছবিতে। ছড়িয়েছে ভাইরাল মন্তব্য কটাক্ষ, দয়া করে কারোর সঙ্গে তুলনা করবেন না !

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss