কলকাতা: আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার প্রতিবাদে সোচ্চার তৃণমূল। লিখিত বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা তৃণমূলের।
সোমবার ত্রিপুরা পৌঁছেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ত্রিপুরা সফরের আগে রাজধানী আগরতলা জুড়ে পোস্টার লাগানো হয় তৃণমূলের উদ্যোগে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই পোস্টার চোখে পড়ে আগরতলার বিভিন্ন প্রান্তে। তবে আগরতলার বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলে কেউ বা কারা। এই ঘটনার পিছনে বিজেপির কর্মীরা যুক্ত বলে অভিযোগ তৃণমূলের।তৃণমূলের তরফে লিখিত বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করা হয়েছে।
সোমবার ত্রিপুরায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের কনভয়ে ‘হামলা’র অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আগরতলার রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘গো ব্যাক’ , স্লোগান শোনান বিজেপি কর্মীরা।
পরে এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ” ত্রিপুরার মানুষ এর জবাব দেবে। অতিথি দেব ভব- এর উদাহরণ দেখলাম। বিজেপি বলে বাংলায় গণতন্ত্র নেই। ত্রিপুরায় কি অবস্থা।”