13.4 C
London
Thursday, March 23, 2023
HomeTripura Election: ত্রিপুরায় ভোটের দিন কে পাল্টে দিল? রহস্য সমাধান কমিশনের

Latest Posts

Tripura Election: ত্রিপুরায় ভোটের দিন কে পাল্টে দিল? রহস্য সমাধান কমিশনের

- Advertisement -
Election Commission clearly informed that the date

কে বা কারা যেন ত্রিপুরা বিধানসভা (Tripura Election) ভোটের দিন পাল্টে দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। তার জেরে গোটা দেশেই ছড়িয়েছিল প্রশ্ন, কী এমন ঘটেছে যে ভোটের দিন পাল্টাতে হল? তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে যায় ত্রিপুরায়। পরিস্থিতি সামাল দিতে এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে আসরে নামলেন।

আগরতলায় সাংবাদিক সম্মেলন করে কিরণ গিত্তে জানান, ত্রিপুরায় পূর্ব ঘোষিত তারিখ অর্থাত ১৬ ফেব্রুয়ারি হবে ভোট। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছিল আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

- Advertisement -

হঠাৎ ভোটের দিন পাল্টানো তারপর কমিশনের সাংবাদিক সম্মেলন ডেকে পরিস্থিতি সামাল দেওয়া সবমিলে ত্রিপুরাবাসী হতচকিত। তবে কমিশন নির্দিষ্ট করেই জানিয়েছে ভোটের দিন পাল্টানো হয়নি।

এদিকে রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিপাকে পড়েছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সূত্রের খবর শুক্রবার যা হোক করে প্রার্থী ঘোষণা করতে মরিয়া বিজেপি।

জানা যাচ্ছে প্রার্থী নিয়ে তীব্র টানাপোড়েন চলছে বিজেপির অভ্যন্তরে। এ রাজ্যে গত বিধানসভা ভোটে উপজাতি দল আইপিএফটির সাথে জোট করে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই জোট আর নেই। নতুন জোট শরিক খুঁজতে তিপ্রা মথার সাথে আলোচনা ব্যর্থ হয়েছে। এর পর রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে একা লড়ার মনস্থির করে বিজেপি।

এদিকে বিরোধী সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট তাদের ৪৬টি কেন্দ্রের প্রার্থী দিয়েছে। বাকি ১৩টি আসন সমঝোতার খাতিরে ছাড়া হয়েছে কংগ্রেসকে। একটি আসনে বাম-কংগ্রেস যৌথভাবে নির্দল প্রার্থীকে সমর্থন করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election: ত্রিপুরায় ভোটের দিন কে পাল্টে দিল? রহস্য সমাধান কমিশনের

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss