14.8 C
London
Thursday, March 23, 2023
HomeTripura Election 2023: ত্রিপুরায় একের পর এক প্রার্থী প্রত্যাহার বিরোধী দল সিপিআইএমের

Latest Posts

Tripura Election 2023: ত্রিপুরায় একের পর এক প্রার্থী প্রত্যাহার বিরোধী দল সিপিআইএমের

- Advertisement -

রাত থেকেই আলোড়ন পড়েছিল। বেলা গড়াতেই সেই আলোড়ন আরও ছড়াল। প্রধান বিরোধী দল সিপিআইএমের (CPIM) এক ডজনের বেশি প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন বলেই খবর। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) আগে এমন ঘটনা ঘিরে রাজনৈতিক মহল সরগরম। জয়ের দাবি করে কি দান ছেড়ে দিল বাম শিবির? এই প্রশ্ন উঠছে।

সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির দাবি, তাদের মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। এই সিদ্ধান্ত দলের। বিবৃতি দিয়ে রাজ্য সিপিআইএম জানিয়েছে, অসন সমঝোতার খাতিরে কংগ্রেসের জন্য এই ১৩টি আসন থেকে বাম প্রার্থীরা তাদের মনেনয়ন তুলে নেবেন। তবে কংগ্রেসকেও সমঝোতার খাতিরে তাদের বাড়তি চারটি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নিতে হবে।

- Advertisement -

ত্রিপুরার রাজনীতিতে এমন ঘটনা নজিরবিহীন। একসাথে এক ডজনের বেশি বাম প্রার্থী মনোনয়ন তুলে নিচ্ছেন এই ঘটনায় শাসক বিজেপিও হতচকিত। গত বিধানসভা ভোটের আগে পর্যন্ত রাজ্যে একচেটিয়া বাম আধিপত্য ছিল। টানা আড়াই দশকের বাম জমানার পরিবর্তন হয় গত বিধানসভা নির্বাচনে। এবারের নির্বাচনে বাম শিবির ও কংগ্রেস আসন সমঝোতা করেছে। দুই দলের তরফে জানানো হয়, বিজেপির শাসনে রাজ্যে গণতন্ত্র ভুলুন্ঠিত। গণতন্ত্র পুনরুদ্ধারে এই আসন সমঝোতা।

সমঝোতার খাতিরে বাম শিবিরের তরফে ১৩টি আসন কংগ্রেসকে ছাড়া হয়। বাকি ৪৬টি তে বামেদের তরফে প্রার্থী দেওয়া হয়। তবে কংগ্রেস প্রার্থী দেয় ১৭টি আসনে। এরপর কংগ্রেসের প্রার্থী দেওয়া আসনগুলিতে সিপিআইএমের তরফে প্রার্থী দেওয়া ঘিরে তীব্র জটিলতা তৈরি হয়েছিল। দুই দলের আলোচনা মীমাংসা সূত্র বের হয়েছে বলে দাবি করা হয়। সিপিআইএমের দাবি, তারা যেমন ১৩টি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নিচ্ছে, কংগ্রেসও কথা রাখুন। তারা ১৩টি আসনের বাইরে বাড়তি চারটি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নিক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election 2023: ত্রিপুরায় একের পর এক প্রার্থী প্রত্যাহার বিরোধী দল সিপিআইএমের
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss