11.8 C
London
Wednesday, May 31, 2023
HomeUncategorizedতালিবান মুখপাত্রের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করলো 'টুইটার'

Latest Posts

তালিবান মুখপাত্রের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করলো ‘টুইটার’

- Advertisement -

নিউজ ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে সামাজিক যোগাযোগমাধ্যমকে গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে তালিবানরা (Taliban)। এবার তাতেই বাধ সাধল টুইটার কর্তৃপক্ষ, সাময়িকভাবে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হল তালিবান মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট। তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদের টুইটার অ্যাকাউন্ট আপাতভাবে নিষিদ্ধ বলে দেখা যাচ্ছে।

আরও পড়ুন Afghanistan: তালিবান শাসনে ভীষণ বিপদে ৪০০০ মহিলা পুলিশ, বাঁচানোর মরিয়া চেষ্টা


- Advertisement -

আরও পড়ুন Bangladesh: তালিবানি ফতোয়া; দেওয়া শিক্ষিকা বরখাস্ত, বন্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

টুইটারের সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের কথা অনেকেরই জানা। বেশ কয়েকবার টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। তাঁর টুইটে বাধা দেওয়া হয়েছিল অথচ তালিবানকে টুইট করতে দেওয়া হচ্ছে। এই মর্মে অভিযোগ জানিয়ে ফ্লোরিডার একটি আদালতে ইতিমধ্যেই মামলা করেছেন তিনি। 

অন্যদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারির পর থেকেই জাবিদুল্লাহর টুইটার অ্যাকাউন্টে ক্লিক করলেই দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্টটি আপাতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’ যদিও সেই সতর্কবার্তার পরও তাঁর টুইটার অ্যাকাউন্টটি খোলা যাচ্ছে। রবিবারই কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণ হয়। জাবিদুল্লাহ টুইট করে জানান, কাবুলের ইদগাহ মসজিদের প্রবেশ পথের কাছেই বিস্ফোরণটি হয়। গত সপ্তাহে তাঁর মা মারা যাওয়ায়, তাঁর স্মৃতিতেই মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটিই ছিল তাঁর অ্যাকাউন্ট থেকে করা শেষ টুইট।

Taliban

আফগানিস্তানে প্রথম মেয়াদে এসে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তালিবানেরা, তাদেরই ডিজিটাল প্রযুক্তি গ্রহণের পদক্ষেপ অবশ্য বহুদিনের। ২০০৫-০৬ সালের দিকে সংগঠনটি ‘আল এমারাহ’ নামের ওয়েবসাইট চালু করে। এখন সেই ওয়েবসাইটে ইংরেজি, আরবি, পাশতু, দারি এবং উর্দু- এই পাঁচটি ভাষায় তাদের খবরাখবর প্রকাশ করা হয়। ২০১৬ সালে পশতু ভাষায় একই নামের অ্যাপ ছাড়ে গুগল প্লে স্টোরে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss