নিউজ ডেস্ক: আমরাই শীর্ষে! এই দাবি আক্ষরিক অর্থেই প্রমাণ করতেই এক অভিনব বিজ্ঞাপন৷ আর এই বিজ্ঞাপন তৈরি করল সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস (United Arab Emirates) এয়ারলাইন৷ তাদের এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই সংবাদ শিরোনামে৷ প্রকৃতপক্ষে, এয়ারলাইন্স কোম্পানি তাদের এই বিজ্ঞাপনে এক সুন্দরী মডেলকে বিশ্বের অন্যতম উঁচু ইমরত বুর্জ খলিফার চূড়ায় তুলেছে৷
বিশ্বের সব থেকে বিলাসবহুল এমিরেটস বিমান সংস্থার পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে একটি দেখা যাচ্ছে, এয়ারলাইন্সের ক্রু সদস্যের পোশাকে একজন মহিলা বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে আছেন। মহিলার হাতে ধরা কিছু প্ল্যাকার্ড৷
মহিলার নাম নিকোল স্মিথ লুডভিক। তাঁকে বুর্জ খলিফার উপরে দেখা যাচ্ছে, একটি এমিরেটস এয়ারলাইন্সের পোষাকের বিজ্ঞাপন ধারণকারী প্ল্যাকার্ডে লেখা আছে, “ইউকে অ্যাম্বার লিস্টে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসকে বিশ্বের শীর্ষস্থানীয় মনে করেছে।
এই মহিলা মডেলও আকর্ষণীয় বিজ্ঞাপনটি শেয়ার করেছেন তাঁর সোস্যাল হ্যান্ডেলে৷ কোম্পানির বিজ্ঞাপনে দুবাইয়ে বুর্জ খলিফার শীর্ষে দাঁড়িয়ে আছেন তিনি মহিলা। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
প্রসঙ্গত, দুবাইয়ের বুর্জ খলিফা ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতের তালিকায় অন্তর্ভুক্ত। এই পরিস্থিতিতে তার চূঁড়ায় উপরে দাঁড়িয়ে থাকা রীতিমতো সাহসিকতার কাজ। আর এই সুন্দরী মডেলের সাহস দেখে হতাবাক বিশ্ব৷
বিজ্ঞাপনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিকোল।লিখেছেন যে, এটি নিঃসন্দেহে আমার করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ স্টান্টগুলির মধ্যে একটি। এমিরেটস এয়ারলাইন্স টিমের অংশ হতে পেরে আনন্দিত।
এই বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়েছেন৷ তারা পোস্টে অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। এই ভিডিওটি এখন পর্যন্ত এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।