14.8 C
London
Thursday, March 23, 2023
HomeUncategorizedWHO: করোনার হামলা ২০২২ সাল জুড়েই, এসেছে সতর্কতা

Latest Posts

WHO: করোনার হামলা ২০২২ সাল জুড়েই, এসেছে সতর্কতা

- Advertisement -

নিউজ ডেস্ক: করোনা এখনই কমছে না। এই জীবাণু সংক্রমণের কারণে মহামারি চলবে ২০২২ সাল পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এমন সতর্কতা দিয়েছে।  হু জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী করোনার টিকা পাচ্ছে না দরিদ্র দেশগুলো। এই কারণে এই মহামারি আগামী

বছরও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।
হু কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেন, দরিদ্র দেশগুলিতে প্রয়োজনীয় সংখ্যক টিকা না পাওয়ার অর্থ করোনা সংকট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হতে চলেছে। তিনি বলেন, অর্থাৎ করোনা মহামারি ২০২২ সালেও থাকতে পারে। ডব্লিউএইচওর কর্মকর্তা বলেন, টিকাদানের ক্ষেত্রে আমরা সঠিক গতি পথে নেই। সএই কার্যক্রমকে গতিশীল করা দরকার।

- Advertisement -

হু রিপোর্ট ভিত্তি করে বিবিসি জানাচ্ছে,অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ যেখানে টিকা পেয়েছেন, সেখানে আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে। এই দেশগুলির অসংগতি মানুষ প্রবল করোনা সংক্রমণের মুখে রয়েছেন।

বিবিসি জানাচ্ছে, টিকার অভাবে থাকা দেশগুলিতে এক কোটির বেশি ডোজ টিকা সরবরাহ করেছে ইংল্যান্ডে।  মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে করোনা টিকার সিংহভাগ উচ্চসআয়ের দেশে চলে গেছে। বিশ্বব্যাপি করোনার টিকার মাত্র ২. ৬ শতাংশ পেয়েছে আফ্রিকা।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss