13.4 C
London
Thursday, March 23, 2023
Homeবাংলার মুখবাংলায় গরিব মানুষ যদি একমুঠো না খেতে পায়, সেদিন আমিও খাই না...

Latest Posts

বাংলায় গরিব মানুষ যদি একমুঠো না খেতে পায়, সেদিন আমিও খাই না : মমতা

- Advertisement -
Chief Minister Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) জানিয়ে দিলেন তিনি কোন দিন না খেয়ে থাকেন। পূর্ব বর্ধমানের সদর বর্ধমানের (Purba Bardhaman) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলায় গরিব মানুষ যদ একমুঠো না খেতে পায়, সেদিন আমিও খাই না’।

মমতা বলেন রোটি কাপড়া মকান এটা মানুষের দরকার। এর পর তিনি আবাস যোজনার প্রসঙ্গ টেনে বলেন, যদি কারো স্কুটি থাকে তাহলে তুমি বাড়ি পাবে না। তোমার ছেলে মেয়েরা যদি স্কলারশিপ পায় তাহলে তুমি বাড়ি পাবে না। কত রেস্টিকশন।

- Advertisement -

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা দুর্নীতির জেরে শাসকদল তৃণমূল কংগ্রেস জেরবার। একের পর এক পঞ্চায়েতে আবাস দুর্নীতির ইস্যুতে তৃণমূল নেতারা জনতার ক্ষোভের মুখে পড়ছেন। সরাসরি তৃণমুল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেই অভিযোগ বেশি। তবে কিছুক্ষেত্রে বিরোধী দল বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে।

নাম না করে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে মমতা বলেন, যে যে রাজ্যে বিরোধীদের সরকার আছে তাদের সাথে এই ব্যবহার করছে।

বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান নীতিকে নিশানা করেছেন মমতা। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাংলায় গরিব মানুষ যদি একমুঠো না খেতে পায়, সেদিন আমিও খাই না : মমতা
- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss