Darjeeling: বরফে ঢাকা দার্জিলিং ঘুরতে পুলিশের বিশেষ নির্দেশ

News Desk: শীতের মরশুমে বরফে ঢাকা দার্জিলিং দেখতে অনেক পর্যটকই ঘুরতে চলে যান। এই মুহূর্তেও দার্জিলিঙের ছবিটা সেরকমই। উত্তরবঙ্গের এই জেলার একাধিক এলাকা বরফে ঢেকে…

Darjeeling: Special instructions from the police to visit the snow-covered Darjeeling

News Desk: শীতের মরশুমে বরফে ঢাকা দার্জিলিং দেখতে অনেক পর্যটকই ঘুরতে চলে যান। এই মুহূর্তেও দার্জিলিঙের ছবিটা সেরকমই। উত্তরবঙ্গের এই জেলার একাধিক এলাকা বরফে ঢেকে রয়েছে। আর এই কারণেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দেশিকা জারি করল দার্জিলিং পুলিশ।

দার্জিলিঙের আবহাওয়া এই সময় প্রতিকূল। বরফের কারণে সেখানকার রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে। যানবাহনের গতিও শ্লথ হয়ে পড়েছে। নির্দেশিকায় বিশেষ প্রয়োজন ছাড়া পর্যটকদের বাইরে বেরোতে মানা করা হয়েছে।

বরফে ঢাকা রাস্তায় গাড়ি চালানোর জন্য গাইডলাইন দেওয়া হয়েছে। বাঁকের কাছে ধীর গতিতে যাওয়া, হেডলাইট জ্বালিয়ে রাখা, সামনে ও পিছনের গাড়ির সাথে দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, কোনো রকম সমস্যার মুখোমুখি হলে ০৩৫৪২২৫২০৫৭ নম্বরে ফোন করে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যাবে।

টাইগার হিল, সান্দাকফু, বাতাসিয়ালুপ তুষারপাতের কারণে সম্পূর্ণ বরফে ঢাকা। যেসকল পর্যটকরা এইসমস্ত এলাকায় আটকে পড়েছে তাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে তাদের কাছে সাহায্যের বার্তাও পাঠানো হয়েছে।