Jhalda Municipality: ঝালদা পুরসভায় মমতার বদলে ইন্দিরার ছবি? আস্থাভোটে জয়ের আশায় কংগ্রেস

Jhalda Municipality

তৃণমূল কংগ্রেসের (TMC) অলিখিত রীতি যে কোনও সরকারি কার্যালয়ে মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রীর ছবি দিয়ে ভরিয়ে দেওয়া। সাত মাস আগে পুরভোটের ফলাফলে বিতর্কিত জয়ের পর (Purulia) পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে এই সাত মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। এবার পুরসভার আস্থাভোটে কংগ্রেস দেখছে জয়ের সম্ভাবনা। সোমবার আস্থাভোটের কারণে ঝালদায় […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jhalda Municipality: ঝালদা পুরসভায় মমতার বদলে ইন্দিরার ছবি? আস্থাভোটে জয়ের আশায় কংগ্রেস

Jhalda Municipality

তৃণমূল কংগ্রেসের (TMC) অলিখিত রীতি যে কোনও সরকারি কার্যালয়ে মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রীর ছবি দিয়ে ভরিয়ে দেওয়া। সাত মাস আগে পুরভোটের ফলাফলে বিতর্কিত জয়ের পর (Purulia) পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে এই সাত মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। এবার পুরসভার আস্থাভোটে কংগ্রেস দেখছে জয়ের সম্ভাবনা। সোমবার আস্থাভোটের কারণে ঝালদায় জারি ১৪৪ ধারা।

হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোট ঘিরে রাজনৈতিক হাওয়ায় গরম। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের পর তীব্র বিতর্কের মাঝে উপনির্বাচনে জয়ী হন তাঁর ভাইপো মিঠুন কান্দু। আর বোর্ড পরিচালনায় বিস্তর গলদের অভিযোগ তুলে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় সমর্থন তুলে নেন। এর আগে আরও এক নির্দল কাউন্সিলর তৃ়ণমূল পক্ষ ত্যাগ করেন। সংখ্যালঘু হয়ে পড়ে তৃ়ণমূল পুরবোর্ড। এরপরই অনাস্থা ঘোষণা করে কংগ্রেস। আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় আস্থাভোটে তৃণমূল বিপর্যস্ত।

  • পুরভোটে দীর্ঘ ক্ষমতায় থাকা বরহমপুর কংগ্রেসের হাতছাড়া হয়েছে।
  • ‌ঝালদায় জয়ী হয়ে বহরমপুর হারানোর বেদনা ভুলতে মরিয়া কংগ্রেস
  • ‌একমাত্র নদীয়ার তাহেরপুর সিপিআইএমের দখলে
  • তাহেরপুর ছাড়া বাকি সবেতে জয়ী তৃণমূল কংগ্রেস
  • ‌বিরোধী দল বিজেপি পুরনির্বাচনে শূন্য পেয়েছে

ঝালদা পুরসভার মোট ১২টি আসন। পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু হয়েছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ের ভাগ্যেই ৫টি করে আসন জুটেছিল। ২টি আসনে জিতেছিল নির্দল। পুরবোর্ড গঠন করতে ৭টি আসন থাকতে হবে। দুই নির্দল কাউন্সিলর কংগ্রেসের দিকে যাওয়ায় হাত শিবির বোর্ড দখলের পথে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jhalda Municipality: ঝালদা পুরসভায় মমতার বদলে ইন্দিরার ছবি? আস্থাভোটে জয়ের আশায় কংগ্রেস