Bangladesh: আস্ত একটা বাঘ ঢুকল ঢাকার কাছে জনবহুল এলাকায়!

শীতের সকালে লেপমুড়ি থেকে উঠেই চমকে গেলেন ঢাকার নাগরিকরা। একটা কেঁদো বাঘ এসেছে এই খবরে হই হই পড়েছে।বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগেই বাঘের হানা! সুন্দরবনের ভয়াল…

শীতের সকালে লেপমুড়ি থেকে উঠেই চমকে গেলেন ঢাকার নাগরিকরা। একটা কেঁদো বাঘ এসেছে এই খবরে হই হই পড়েছে।বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগেই বাঘের হানা!

সুন্দরবনের ভয়াল রয়েল বেঙ্গল টাইগার ঢুকেছে ঢাকার ধামরাই উপজেলার লোকালয়ে। এই নিয়ে বাংলাদেশের রাজধানীর নগর জীবন সরগরম।

আস্ত একটা রয়েল বেঙ্গল টাইগার এসেছে ছাগল খেতে। ক্ষুধার্ত সুন্দরবনের এক রয়েল বেঙ্গল টাইগারকে উদ্ধার করেছেন ধামরাইয়ের স্থানীয় জনতা।বাঘটি এই উপজেলার নবগ্রাম চরপাড়ায় মহম্মদ আব্দুল হালিমের তত্বাবধানে রয়েছে।

স্থানীয়দের মতে, বেনাপোল, হিলি অথবা পার্বতীপুর সীমান্ত পথে ভারতে এই বাঘটি পাচার করা হচ্ছিল। কোনওরকমে সেটি পালন। এরপর জঙ্গল, কলাবাগান কিংবা কবরস্থানের ঝোপঝাড়ে আশ্রয় নেয়। খিদে পেলে বাঘটি লোকালয়ে আসে।

শুক্রবার ধামরাইয়ের কৃষক মহম্মদ আব্দুল হালিমের বাড়ির একটি ছাগল ধরে নিয়ে আমবাগানের ভেতর খাচ্ছিল ওই বাঘটি। পথচারীরা শব্দ শুনতে পেয়ে ভয়ে আঁতকে ওঠে। পরে এলাকাবাসী লাঠিসোটা আর মোটা সুতার জাল নিয়ে বাঘটিকে ঘেরাও করে আটক করেন।

ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, বাঘটি লোকালয়ে ছাগল খাওয়ার জন্য এসে জনতার হাতে ধরা পড়ে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই বাঘটি হস্তান্তর করা হবে।