ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২১-২২ সেশনে সবুজ মেরুন জার্সি গায়ে প্রতিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নেওয়া ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা (Roy Krishna ) চলতি ISL মরসুমে শিবির বদল করেছেন।নতুন সেশনে বেঙ্গালুরু এফসি জার্সিতে সুনীল ছেত্রীর পাশে খেলতে দেখা যাচ্ছে কৃষ্ণকে।
শিবির বদল করলেও সবুজ মেরুন ভক্তদের হৃদয় জুড়ে রয়েছেন ফুটবলার রয় কৃষ্ণ। এমন জনপ্রিয় মাঝেও রয় কৃষ্ণকে ছাপিয়ে শীর্ষে এখন ২০২২-২৩ ISL সেশনে ATKমোহনবাগান খেলোয়াড় দিমিত্রি পেট্রাটোস।
ইন্ডিয়ান সুপার লিগে(ISL) AFC সেরা খেলোয়াড়দের বাজার দরে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া ন ফুটবলার দিমিত্রি পেট্রাটোস। সবুজ মেরুন জার্সি গায়ে এই মরসুমে দিমিত্রি ফুল ফুটিয়ে চলেছেন। ৩০ বছরের দিমিত্রি পেট্রাটোসের বাজার দর ৬.২৪ দি আর এবং তিন নম্বরে থাকা রয় কৃষ্ণর বাজার দর ২.৯১ সি আর।দুই’এ ইস্টবেঙ্গল এফসি ফুটবলার জর্ডন ও’ডোহার্টির বাজার দর ২.৯১ সি আর। তালিকাতে ব্রেন্ডন চারে,লিস্টন কোলাসো সাত নম্বরে রয়েছেন যথাক্রমে ২.৯১ সি আর এবং ২.৫০ সি আর।
The top AFC players in the ISL with high market values!
#IndianFootball #ISL #LetsFootball
– @IndSuperLeague pic.twitter.com/lOASGbCqMp
— Transfermarkt.co.in (@TMindia_news) November 11, 2022
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Roy Krishna : পিছিয়ে পড়লেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা