‘মিশন আইলিগে’ (I-League) নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। শনিবার আইলিগ ২০২২-২৩ সেশনের উদ্বোধনী ম্যাচ ছিল মহামেডান এসসি বনাম গোকুলাম কেরালা এফসির মধ্যে। কোঝিকোড়ে এই ম্যাচে ১-০ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।
আইলিগে নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব।গতবারের আইলিগ চ্যাম্পিয়ন টিম গোকুলাম কেরালা এফসির কাছে হেরে গিয়ে টাইটেলশিপ অভিযান শুরু করলো কলকাতা জায়ান্টরা।ম্যাচের ৫৮ মিনিটে গোকুলামের হয়ে গোল করেন সোমলাগা।
ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের লকগেট খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোকুলাম গোলের মুখ খোলার সুযোগ পায়।ফরশাদ নূরের পাস থেকে ৫৮ মিনিটে অগাস্টে সোমলাগা বল পেয়ে যায়।সোমলাগার ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে মহামেডানের জালে জড়াতেই ১-০ গোলে এগিয়ে যায় গোকুলাম কেরালা এফসি। এই গোলের পর ম্যাচে আর কোনও গোল হয়নি।রেফারির শেষ বাশি বাজতেই ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে পবন,জেসিম,রাহুল,অর্জুন, ডোডিরা।মহামেডান স্পোর্টিংয়ের পরের খেলা ২০ নভেম্বর রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে পঞ্চকুলাতে।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন I-League : গোকুলামের কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং