🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

‘খাকি ২’-তে জিৎ-সৌরভ জুটি! পুলিশের উর্দিতে শহরে ঝড় তুলবেন

By Kolkata24x7 Desk | Published: March 5, 2025, 6:46 pm
Ad Slot Below Image (728x90)

বলিউড পরিচালক নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khaki The Bengal Chapter) টলিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড় সৃষ্টি করেছে। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে একদিকে যেমন দেখা যাবে প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে, তেমনই সিরিজটির দ্বিতীয় পর্বে অবাক করা একটি নতুন যোগফল হতে চলেছে। এই সিরিজের প্রচারে প্রথমবারের মতো স্ক্রিনে আসতে চলেছেন টলিউডের জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)!

একটা সময় বাঙালি ক্রিকেট অনুরাগীদের কাছে ‘দাদা’ হিসেবে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তবে এই চরিত্রটি সিরিজের মূল গল্পের অংশ নয়, বরং এটি একটি প্রচারমূলক ছবি। সৌরভকে দেখা যাবে পুলিশি পোশাকে, গম্ভীর চেহারা নিয়ে। ইতিমধ্যে শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ নিজেই। ছবি দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 

গত মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শ্যুটিং হয়েছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khaki The Bengal Chapter) এর প্রচারমূলক ছবির। এই ছবির প্রযোজক হিসেবে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, আর এতে সৌরভের (Sourav Ganguly) বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো সফল ধারাবাহিকের পরিচালক। পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন অয়ন সেনগুপ্ত নিজেই। একসময় চলচ্চিত্র ও টেলিভিশন জগতে পরিচিত মুখ। বর্তমানে অয়ন কাজ না পাওয়ায় রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন। সেখানে এসে অডিশন দিতে দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

সিরিজের প্রথম পর্বে নীরজ পাণ্ডের দ্বারা বিহারের অপরাধ জগত এবং প্রশাসনিক দিক উঠে এসেছিল। আর এবার দ্বিতীয় পর্বে উঠে আসছে বাংলা। এখানে দেখানো হবে বাংলা অঞ্চলের অন্ধকার দিক, অপরাধ জগত এবং পুলিশের কার্যক্রম। সিরিজটি মুক্তি পাবে ২০ মার্চ, ২০২৫-এ এবং ইতিমধ্যে এর ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। সিরিজটির কাস্টে রয়েছেন জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, এবং রাহুল বোস।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles