🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

জিৎ-প্রসেনজিতের সঙ্গে কিং খানের ক্যামিও? পুলিশের উর্দিতে ভাইরাল পোস্টে উত্তেজনা চরমে

By Entertainment Desk | Published: March 6, 2025, 10:49 pm
Ad Slot Below Image (728x90)

নতুন থ্রিলার সিরিজ ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ (Khaki The Bengal Chapter) নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো শোরগোল চলছে। বৃহস্পতিবার কলকাতার একটি অনুষ্ঠানে মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের ট্রেলারে একঝাঁক তারকা উপস্থিত। সিরিজে একদিকে পুলিশের দাপুটে চরিত্রে জিৎ (Jeet) অন্যদিকে রাজনীতিকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দর্শকরা ‘খাকি’ সিরিজের ট্রেলারের মাধ্যমে পেলেন এক নতুন উত্তেজনার অভিজ্ঞতা।

তবে, ট্রেলারটি মুক্তির পরেই নতুন এক জল্পনা সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া এক পোস্টারে দেখা গেছে শাহরুখ খানকে (Shah Rukh Khan) পুলিশের উর্দিতে। পোস্টারে সানগ্লাস পরা, বাইকে বসে রয়েছেন এবং একদম ‘দাবাং’ মেজাজে রয়েছেন শাহরুখ। শিরোনাম ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ (Khaki The Bengal Chapter) সম্পর্কিত গুঞ্জন উঠেছে তিনি কি এই সিরিজের প্রচারের অংশ হিসেবে এমন অবতারে হাজির হয়েছেন? তবে শাহরুখ খানের এই ছবি নিয়ে নানা কৌতূহল তৈরি হলেও এখনও পর্যন্ত নেটফ্লিক্স কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

সিরিজের ট্রেলারেই দেখা গেছে সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর দাপট। বিশেষত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)চরিত্রটি রাজনীতির চূড়ান্ত দিককে তুলে ধরছে। যেখানে তাঁর শক্তিশালী চরিত্র রাজনৈতিক ষড়যন্ত্র ও খুনোখুনি নিয়ে জড়িয়ে পড়েছে। অন্যদিকে, শাশ্বত চট্টোপাধ্যায় ডনের চরিত্রে অত্যন্ত আকর্ষণীয় অবতারে হাজির হয়েছেন।

এই থ্রিলারে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। জিৎ এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, অন্যদিকে প্রসেনজিৎ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ও সিরিজে পুলিশের চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। শাশ্বত চট্টোপাধ্যায়কে ডনের চরিত্রে বেশ শানিত এবং শক্তিশালী দেখানো হয়েছে।

‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ (Khaki The Bengal Chapter) সিরিজের ট্রেলার দর্শকদের মনে গভীর কৌতূহল জাগিয়েছে, বিশেষত সিক্যুয়েল এবং থ্রিলারের মতো মারামারি এবং কুস্তির দৃশ্যগুলি। এটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় ও চিত্তাকর্ষক সিরিজ হবে। ইতিমধ্যে সিরিজের জন্য দর্শকরা উত্তেজিত এবং তারা ২০ মার্চ নেটফ্লিক্সে সিরিজটির মুক্তির জন্য অপেক্ষা করছেন।

 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles