🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

SSR: অভিনেতা সুশান্তের মৃত্যুর পরেও ‘হ্যাপি নিউ ইয়ার’ পোস্ট! রহস্যটা কি ?

By Suparna Parui | Published: January 3, 2022, 6:04 pm
Ad Slot Below Image (728x90)

মৃত্যুর প্রায় দেড় বছর পর সুশান্তের (SSR) ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।অনেকেই চমকে উঠেছিলেন সুশান্তের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই শুভেচ্ছাবার্তা পাওয়ার পরেই। যদিও এই রহস্যের সমাধান করেছেন যিনি পোস্ট করেছেন তিনি নিজেই। তবে, এই রহস্যের অন্তরালে ছিলেন সুশান্তের দিদি। শ্বেতা জানিয়েছিলেন, ভাইয়ের হয়ে ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনিই।

কমেন্ট বক্সে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।কেউ লিখেছিলেন, “তাও তুমি ছিলে বলে সুশান্তের স্টেটাস আপডেটের নোটিফিকেশন এল”। পাল্টা আর একজনের অভিমানী বক্তব্য, “কী দরকার ছিল সবটা মনে করিয়ে দেওয়ার। কী দরকার ছিল লেখার সুশান্তের হয়ে শুভেচ্ছা জানাচ্ছ।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-র ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় । তিনি আত্মহত্যা করেছিলেন নাকি লুকিয়েছিল অন্য কোনও রহস্য তা নিয়ে এখনও চলছে তদন্ত। ভক্তরা অবশ্য তাঁকে ভোলেননি । ভোলেননি পর্দার ‘ধোনি’কে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles