BGB – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 13 Sep 2024 09:21:00 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png BGB – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 BSF ने भारत बांग्लादेश सीमा पर लगभग कई किलो चांदी के दाने जब्त किया https://ekolkata24.com/top-story/bsf-foils-silver-smuggling-seizes-5-9-kg-silver Fri, 13 Sep 2024 09:21:00 +0000 https://ekolkata24.com/?p=49576 कोलकाता : बीएसएफ दक्षिण बंगाल सीमान्त के अंतर्गत 146वीं बटालियन की सीमा चौकी दयारामपुर के जवानों ने बीएसएफ के ख़ुफ़िया विभाग की सुचना पर कार्रवाही करते हुए पश्चिम बंगाल के जिला मुर्शिदाबाद की भारत बांग्लादेश सीमा पर चांदी की तस्करी को विफल कर 5.9 किलो चांदी जब्त किया। जब्त चांदी की कुल अनुमानित कीमत 501500/- रुपए है।

जानकारी के अनुसार, 12 सितंबर को बीएसएफ ख़ुफ़िया विभाग द्वारा सीमा चौकी दयारामपुर के जवानों को चांदी की संभावित तस्करी के बारे में एक विशेष सूचना दी गई। सूचना मिलने पर सभी जवानों और पेट्रोलिंग पार्टियों को सतर्क कर दिया गया।

सुबह लगभग साढे आठ बजे  पेट्रोलिंग पार्टी को दयारामपुर के सीमा क्षेत्र में जूट के सरकंडा में कुछ सामान दबा हुआ दिखा,जवानों ने इलाके की तलाशी ली। तलाशाी में  5.9 किलो चांदी के दाने बरामद हुए। जब्त चांदी को आगे की कानूनी कार्यवाही के लिए कस्टम्स विभाग, जालंगी को सौंप दिया है।

इस विषय पर दक्षिण बंगाल सीमान्त के जनसंपर्क अधिकारी ने कहा कि भारत-बांग्लादेश सीमा पर तस्करी रोकने के लिए बीएसएफ सख्त कदम उठा रही है। इसके चलते ऐसे अपराध में शामिल लोगों को काफी दिक्कतों का सामना करना पड़ता है। आगे अधिकारी ने कहा कि हम किसी भी हालत में अपने इलाके से तस्करी नहीं होने देंगे।

]]>
बांग्लादेशी नागरिक भारत में घुसने कर रहे थे कोशिश, बीएसएफ ने रोका https://ekolkata24.com/top-story/bangladeshi-citizens-were-trying-to-enter-india-bsf-stopped-them Wed, 07 Aug 2024 19:40:23 +0000 https://ekolkata24.com/?p=49271 जलपाईगुड़ी : पश्चिम बंगाल के जलपाईगुड़ी जिले में भारत के साथ लगती अंतरराष्ट्रीय सीमा पर बुधवार को सैकड़ों बांग्लादेशी नागरिक एकत्र हुए और दावा किया कि उनके देश में उन पर हमला हो रहा है। अधिकारियों ने बताया कि यह घटना झापोर्टला सीमा चौकी क्षेत्र में दक्षिण बेरुबारी गांव के पास हुई। उन्होंने कहा कि अर्धसैनिक बल बॉर्डर गार्ड बांग्लादेश (बीजीबी) बाद में उन्हें वापस ले गए।

इस विषय पर बीएसएफ का कहना है कि ये लोग बांग्लादेश के पंचगढ़ जिले के पांच गांवों के थे जिसकी सीमा जलपाईगुड़ी से लगती है। सीमा सुरक्षा बल के अधिकारी ने कहा कि बांग्लादेशी सीमा पर एकत्र हुए थे, लेकिन सीमा पूरी तरह सील होने के कारण कोई भी भारत में प्रवेश नहीं कर सका। बाद में, बीजीबी उन्हें वापस ले गया।

अधिकारियों ने बताया कि बीएसएफ के फील्ड कमांडरों ने बॉर्डर गार्ड बांग्लादेश  के अपने समकक्षों से संपर्क किया और महिलाओं और बच्चों के साथ आए 120-140 लोगों के इस समूह को रोका गया तथा उन्हें वापस जाने को कहा गया। अधिकारियों ने बताया कि सीमा पर स्थिति नियंत्रण में है।

बीएसएफ पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर, दार्जिलिंग, जलपाईगुड़ी और कूचबिहार जिलों समेत कुल 4,096 किलोमीटर लंबी भारत-बांग्लादेश अंतरराष्ट्रीय सीमा के 932.39 किलोमीटर हिस्से की रक्षा करती है।

इस संबंध में एक स्थानीय व्यक्ति ने बताया कि कंटीले तारों के पार इकट्ठा हुए लोग अंदर आने देने की गुहार लगा रहे थे। व्यक्ति ने कहा कि हम असहाय हैं। इस दौरान उन्होंने अपने भयावह अनुभव बताए। भीषण हिंसा के चलते शेख हसीना के प्रधानमंत्री पद छोड़ने और भागने के लिए मजबूर होने के बाद बांग्लादेश में अनिश्चितता व्याप्त है। बांग्लादेश के राष्ट्रपति मोहम्मद शहाबुद्दीन ने मंगलवार को संसद भंग कर दी और नोबेल पुरस्कार विजेता यूनुस को अंतरिम सरकार का प्रमुख नियुक्त किया।

 

]]>
Bangladesh: ভোটে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তরক্ষীদের গুলিতে পরপর মৃত্যু https://ekolkata24.com/uncategorized/bgb-attack-angry-voters-to-protect-election-officials-at-thakurgaon-district-bangladesh Mon, 29 Nov 2021 08:57:18 +0000 https://ekolkata24.com/?p=12753 News Desk: বাংলাদেশে (Bangladesh) ইউনিয়ন পরিষদ অর্থাৎ আঞ্চলিক পর্যায়ের নির্বাচনের প্রতিটি দফা রক্তাক্ত হচ্ছে। রবিবারও তার ব্যাতিক্রম হলনা। তবে এবার রাজনৈতিক সংঘর্ষ বা হামলা নয় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাস্থল রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা।

গুলি চালানোয় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী। দায় স্বীকার করেছে বিজিবি। এদিকে গুলি লেগে তিন জনের মৃত্যুর জেরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জন উপজেলার পরিস্থিতি প্রবল উত্তপ্ত। রবিবার নির্বাচনের ফল ঘোষণার সময় গুলি চালায় বিজিবি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষগ নির্বাচনের ফল ঘোষণার সময় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় বিজিবি এমনই দাবি করা হয়েছে। তিন যুবক নিহত। আহত হয়েছেন অন্তত চারজন।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই গুলি চালানোর ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল। প্রিসাইডিং অফিসারের সঙ্গে এক নির্দল চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বাগবিতণ্ডা হয়।

প্রিসাইডিং অফিসার আওয়ামী লীগের নৌকা চিহ্ন প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরপর প্রতিপক্ষ দলের সমর্থকরা ঘেরাও করেন। একটি কক্ষে তিন পুলিশ কর্মীরা আটকে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যায় বিজিবি সদস্যরা। ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়েছে। সীমান্তরক্ষীদের গুলি ও মৃত্যুর ঘটনার জেরে বাংলাদেশের রাজনৈতিক মহল উত্তপ্ত।

]]>
Bangladesh: বঙ্গোপসাগরে বর্মী নৌবাহিনীর হামলা, মৎস্যজীবীদের অপহরণ https://ekolkata24.com/uncategorized/myanmar-navy-accused-for-bangladeshi-fishermen-kidnapped Sat, 20 Nov 2021 11:07:01 +0000 https://ekolkata24.com/?p=11839 News Desk: বঙ্গোপসাগরের মাছ ধরছিলেন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাদের ঘিরে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বর্মী নৌবাহিনীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিখ্যাত সেন্টমার্টিন দ্বীপের কাছে (নারিকেল জিঞ্জিরা দ্বীপ)।

মায়ানমারে সেনা শাসন শুরুর পর বর্মী সেনার বিরুদ্ধে গণহত্যার লাগাতার অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার সরিয়ে দিয়ে ফের ক্ষমতা দখল করেছে দেশটির সেনা। বন্দি হয়েছেন অপসারিত সরকারের নেত্রী আউং সান সু কি। এবার বর্মী সেনার বিরুদ্ধে প্রতিবেশি বাংলাদেশের নাগরিকদের অপহরণের অভিযোগ উঠল।

জানা গিয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের কাছে ২২ মৎস্যজীবী সহ বাংলাদেশি চারটি ট্রলার মায়ানমারের নৌবাহিনী আটক করে। দুই দফায় চারটি ট্রলার জোর করে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ। স্থানীয় জেলেরা জানান, সকালে দ্বীপের পূর্বদিকে বর্মী নৌবাহিনীর সেনারা এসে বন্দুক তুলে ভয় দেখা। তারা ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায়। কিছু পরে ফের হানা দেয় তারা।

Myanmar army

বাংলাদেশি মৎস্যজীবীদের অপহরণের সংবাদ সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় প্রশাসন মারফত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপকূলরক্ষীরা পেয়েছেন।সেন্টমার্টিন দ্বীপের উপকূলরক্ষীরা জানান, মাঝিমাল্লাসহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর এসেছে। তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
Bangladesh: দুর্গামণ্ডপ ভাঙচুরের ঘটনায় দোষীরা শাস্তি পাবেই জানালেন শেখ হাসিনা https://ekolkata24.com/uncategorized/bangladesh-durga-puja-vandalism Thu, 14 Oct 2021 11:52:46 +0000 https://www.ekolkata24.com/?p=7624 নিউজ ডেস্ক: বাংলাদেশে দুর্গামণ্ডপে হামলার ঘটনায় দোষী কেউ ছাড় পাবেনা। কুমিল্লায় দুর্গামণ্ডপে হামলার কড়া নিন্দা করে জানালেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিডিও কনফারেন্স ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা দর্শন করেন তিনি।

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।’

বাংলাদেশে ধর্মীয় উস্কানিমূলক বার্তা দিয়ে দুর্গাপূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক বৈরি পরিবেশ তৈরিতে জড়িতদের চিহ্নিত করতে ভিডিও ও সোশ্যাল সাইটের ফুটেজের সাহায্য নিচ্ছে পুলিশ। উৎসব পরিবেষকে ষড়যন্ত্র করে নষ্ট করায় অন্তত ৪৬ জন ধৃত। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ২৪টি জেলায় বর্ডার গার্ড টহল চলছে।

Sheikh Hasina

বুধবার দিনভর দুর্গাপূজা ভণ্ডুল করে কুমিল্লা ও চাঁদপুরে হামলা চালানো হয় দুর্গামণ্ডপ ও মন্দিরে। সোশ্যাল সাইটে ছড়ানো হয় কুমিল্লায় দুর্গামণ্ডপে মূর্তির নিচে কোরান শরিফ রাখা আছে। এর জেরে হামলা শুরু হয়। হামলা রুখতে পুলিশ গুলি চালায়। কয়েকজন জখম হয়। আর চাঁদপুরে মন্দিরে হামলা রুখতে পুলিশ আরও কঠোর ভূমিকা নেয়। বিবিসি জানাচ্ছে, চার জন মৃত। তারা গুলিবিদ্ধ। গুলি চালানোর বিষয়ে নীরব পুলিশ।

দুটি জেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। কেউ ছাড় পাবে না। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উস্কানিমূলক।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, প্রয়োজন হলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুর্গাপূজার অষ্টমী অনুষ্ঠানের আগে সোশ্যাল সাইটের গুজব ছড়ানো হয়, কুমিল্লায় একটি পূজামণ্ডপে মূর্তির নিচে পবিত্র কোরান শরিফ গ্রন্থ রেখে মুসলমান সম্প্রদায়ের অবমাননা করা হয়েছে। কিছু ছবি দ্রুত ছড়ায় ফেসবুকে। এর পরেই কয়েকটি দুর্গামণ্ডপে হামলা হয়। হামলাকারীদের থামাতে গুলি চালায় পুলিশ। কয়েকজন জখম হন। রক্তাক্ত সেই ছবি দেখে উত্তেজনা আরও বাড়ে। এর কিছু পরেই সোশ্যাল সাইটে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক পোস্ট করেন, কীভাবে দুর্গামণ্ডপ কে ধর্মীয় ষড়যন্ত্রের নিশানা করা হয়। তাদের পোস্ট থেকে স্পষ্ট হয় একটি গোষ্ঠী ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়েছে। তদন্তে নেমে কুমিল্লা জেলা পুলিশ জানতে পারে সবই ছিল ধর্মীয় উস্কানি। কুমিল্লার পরিস্থিতি শান্ত হতে না হতেই চাঁদপুর জেলায় শুরু হয় গুজব পোস্ট ঘিরে দুর্গামণ্ডপ ও মন্দিরে হামলা। হামলাকারীদের রুখতে কড়া ভূমিকা নেয় পুলিশ।

বাংলাদেশ ধর্ম মন্ত্রকের জরুরি ঘোষণায় বলা হয়েছে, “কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।”

]]>
Bangladesh: দুর্গাপূজায় ধর্মীয় ষড়যন্ত্র রুখতে বাংলাদেশ জুড়ে নামছে BGB, হাসিনার কড়া ভূমিকা https://ekolkata24.com/uncategorized/bgb-guards-deployed-in-22-district-of-bangladesh-to-protect-durga-puja-pandals Thu, 14 Oct 2021 08:16:17 +0000 https://www.ekolkata24.com/?p=7604 নিউজ ডেস্ক: কোনও ঝুঁকি নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ’ (Bangladesh) চরিত্র বজায় রাখতে মরিয়া বর্তমান প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র রুখে নবমী ও বিজয়া দশমী সুষ্ঠুভাবে পালনের জন্য নিরাপত্তার কড়া নির্দেশ দিল বাংলাদেশ সরকার।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় পুলিশের পাশাপাশি নামানো হয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) রক্ষীদের। কুমিল্লা ও ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জ সহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  সূত্রের খবর, বাংলাদেশের সর্বত্রই দুর্গাপূজা সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ধর্মীয় উস্কানি দিয়ে পরপর দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর, মন্দিরে হামলা রুখতে বুধবার পুলিশের সংগে হামলাকারীদের সংঘর্ষের জেরে তিনজনের মৃত্যু, বেশকয়েকজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও চাঁদপুর জেলা। হামলার পর থেকে এই দুই জেলার পরিস্থিতি থমথমে। তবে নতুন করে আর সংঘর্ষের ঘটনা নেই। জারি আছে ১৪৪ ধারা।

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, প্রয়োজন হলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুর্গাপূজার অষ্টমী অনুষ্ঠানের আগে সোশ্যাল সাইটের গুজব ছড়ানো হয়, কুমিল্লায় একটি পূজামণ্ডপে মূর্তির নিচে পবিত্র কোরান শরিফ গ্রন্থ রেখে মুসলমান সম্প্রদায়ের অবমাননা করা হয়েছে। কিছু ছবি দ্রুত ছড়ায় ফেসবুকে। এর পরেই কয়েকটি দুর্গামণ্ডপে হামলা হয়। উত্তেজিত হামলাকারীদের থামাতে গুলি চালায় পুলিশ। কয়েকজন জখম হন। রক্তাক্ত সেই ছবি দেখে উত্তেজনা আরও বাড়ে। এর কিছু পরেই সোশ্যাল সাইটে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক পোস্ট করেন, কীভাবে দুর্গামণ্ডপ কে ধর্মীয় ষড়যন্ত্রের নিশানা করা হয়। তাদের পোস্ট থেকে স্পষ্ট হয় একটি গোষ্ঠী ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়েছে। তদন্তে নেমে কুমিল্লা জেলা পুলিশ জানতে পারে সবই ছিল ধর্মীয় উস্কানি।

কুমিল্লার পরিস্থিতি শান্ত হতে না হতেই চাঁদপুর জেলায় শুরু হয় গুজব পোস্ট ঘিরে দুর্গামণ্ডপ ও মন্দিরে হামলা। হামলাকারীদের রুখতে কড়া ভূমিকা নেয় পুলিশ। ‘গুলি’ লেগে ৩ জন মৃত বলে জানান স্থানীয় উপজেলা হাসপাতালের চিকিৎসক। কুমিল্লা ও চাঁদপুরের সংখ্যালঘুদের উৎসব ভণ্ডুল করার চেষ্টার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের জানান, দোষী যেই হোক ছাড় পাবেনা।

বাংলাদেশ ধর্ম মন্ত্রকের জরুরি ঘোষণায় বলা হয়েছে, “কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।”

]]>
Bangladesh Border: আন্তর্জাতিক সীমান্তে গুলি চালানোর হুঁশিয়ারি বাংলাদেশের https://ekolkata24.com/uncategorized/bangladesh-foreign-ministe-has-said-shots-could-be-fired-at-myanmar-frontier Tue, 05 Oct 2021 12:32:55 +0000 https://www.ekolkata24.com/?p=6660 নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সীমান্তে বেচাল দেখলেই সরাসরি গুলি চালানোর হঁশিয়ারি দিল বাংলাদেশ (Bangladesh) সরকার। তীব্র আলোড়ন ছড়াতে শুরু করেছে। প্রতিবেশি দেশের সরকারকে এমন হুঁশিয়ারি দেওয়ায় কূটনৈতিক বিতর্ক বড় আকার নিতে চলল বলেই মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মানব পাচার, মাদক চোরাচালান, আগ্নেয়াস্ত্র পাচার রুখতে বাংলাদেশ সরকার কড়া ভূমিকা নিতে চলেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠান থেকে প্রতিবেশি মায়ামমারের সামরিক সরকারকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে গুলি চালাব।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান হয়। এখানে ছিলেন ভারতের হাইকিশনার বিক্রম দেরাইস্বামী। অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান,  আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মায়ানমার-বাংলাদেশ সীমান্তে কখনও গুলি চালাব না। এখন থেকে গুলি চালাব।

bangladesh army

বাংলাদেশের সঙ্গে দুটি দেশ ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে মায়ানমারের সঙ্গে ২৭০ কিলোমিটার স্থল সীমান্ত। বাকি ৯৪ শতাংশ আন্তর্জাতিক সীমান্ত ভারতের সঙ্গে।

বাংলাদেশ সরকারের দাবি, মায়ানমার থেকে সীমান্তবর্তী চট্টগ্রাম বিভাগ দিয়ে মাদক, মানব পাচার ও অস্ত্র চোরাচালান হয়। বারবার সেদেশের সরকারকে জানিয়ে কোনও কাজ হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া ভূমিকা নেবে ঢাকা।

মায়ানমার এখন সামরিক শাসনে। বাংলাদেশ সরকারের ‘গুলি চালানো’ হুঁশিয়ারির পর বর্মী সেনা পরিচালিত সরকারের প্রধান জেনারেল মিন অন হ্লাইং ( Min Aung Hlaing ) কী প্রতিক্রিয়া দেন তার দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। তাঁর হুকুমেই চলতি বছর ১ ফেব্রুয়ারি মায়ানমারের নির্বাচিত সরকারের সর্বচ্চো নেত্রী আউং সান সু কি সহ মন্ত্রীদের বন্দি করা হয়। সামরিক অভ্যুত্থানের পর বর্মী সেনা ক্ষমতা দখল করেছে।

অন্যদিকে সু কি আমলেই মায়ানমারে হয়েছে রোহিঙ্গা গণহত্যা। লক্ষ লক্ষ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ঢুকেছেন। তাদের ফিরিয়ে নিতে মায়ানমার সরকারকে বারবার বলেছে বাংলাদেশ। রোহিঙ্গা শিবিরে মাদক, অস্ত্রের চোরাচালান হচ্ছে বিস্তর। সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন হন। এর জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত।

]]>
Tripura: শেখ হাসিনা সরকারের অলক্ষ্যে ভারত বিরোধী ‘জঙ্গি শিবির চলছে’ বাংলাদেশে https://ekolkata24.com/uncategorized/nlft-militant-exposed-traing-camp-location-in-bangladesh Sat, 02 Oct 2021 19:00:41 +0000 https://www.ekolkata24.com/?p=6372 নিউজ ডেস্ক: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভারত বিরোধী জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ শিবির চলছে। প্রতি শিবিরে ৩০ থেকে ৪০ জন জঙ্গি রয়েছে। এ কে ৪৭, গ্রেনেড ছোঁড়া, এছাড়াও আরও নাশকতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনই চাঞ্চল্যকর বয়ান দিল ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএলএফটি (NLFT) এর আত্মসমর্পণকারী চার জঙ্গি।

আরও পড়ুন : শান্তি প্রতীক যীশু, ত্রিপুরায় BSF জওয়ান খুন করা NLFT জঙ্গিদের গলায় ক্রুশ লকেট থাকে

ধরা দেওয়া চার জঙ্গিদের নাম দোবারাম রিয়াং, শৈলেন্দ্র রিয়াং, শুভলাল ত্রিপুরা, সমপ্রল দেববর্মা। তারা জানায়, বাংলাদেশের রাঙ্গামাটি, পানছড়ি এলাকায় দুর্গম বনাঞ্চলে একটার পর একটা জঙ্গি শিবির চলছে। তবে একদা রক্তাক্ত পরিবেশ তৈরি করা এনএলএফটি এখন আর্থিক সংকটে পড়েছে। আত্মসমর্পণকারী জঙ্গিদের বয়ানে তাও উঠে এসেছে।

NLFT Militant

একটি পিস্তল, একটি গ্রেনেড, একটি রাইফেল, চারটি বুলেট সহ বাংলাদেশি বেআইনি ৮০০ টাকা ত্রিপুরা পুলিশের কাছে জমা দিয়েছে জঙ্গিরা। তারা জানায় ২০১৯ সালে বাংলাদেশ চলে গিয়েছিল। রাজ্যে তখন বিজেপি জোট সরকার চলে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশে ঢুকে ট্রেনিং, ত্রিপুরা ফিরে আত্মসমর্পণ তিন জঙ্গির

ন্যাশনাল লিবাকেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (NLFT) এই সংগঠনটি ‘স্বাধীন ত্রিপুরা’ দাবিতে নাশকতার পথ নিয়েছে সেই নব্বই দশক থেকে। তবে টানা ২৫ বছর বামফ্রন্ট সরকারের আমলে সংগঠনটির বিষদাঁত উপড়ে দিয়েছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ২০১৮ সালের বিধানসভা ভোটে তাঁর পরাজয় হয়। আগামী নির্বাচনের আগেই ত্রিপুরায় ফের সক্রিয় হয়েছে এনএলএফটি।

NLFT Militant camp

ত্রিপুরার সংবাদ মাধ্যমের সামনে জঙ্গিরা জানায়, বাংলাদেশ থেকে সীমান্ত টপকে ত্রিপুরায় তারা ফিরেছে। তাদের নির্বিঘ্নে ভারতে ঢুকে পড়ায় বিএসএফের (BSF) পাহারা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইভাবে প্রশ্ন উঠছে প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) ভূমিকা নিয়েও।

যদিও আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জানিয়েছে, সে দেশের মাটিতে কোনও ভারত বিরোধী জঙ্গি সংগঠনের ঠাঁই নেই। তবে মুখ্যমন্ত্রী থাকাকালীন মানিক সরকার জানিয়েছিলেন বাংলাদেশের জমিতে সক্রিয় ভারত বিরোধী জঙ্গি সংগঠন। এর পরেই ঢাকা থেকে নয়াদিল্লি পাঠানো বার্তায় বলা হয়েছিল, শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।

মায়ানমার, ভারত ও বাংলাদেশের ত্রিদেশীয় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্ত্র প্রশিক্ষণ শিবির চলে।এই এলাকাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ। সেখানে সক্রিয় সেদেশের কিছু পার্বত্য সশস্ত্র গোষ্ঠী।

সম্প্রতি ত্রিপুরার লাগোয়া বাংলাদেশ সীমান্তরেখার কাছেই এনএলএফটি জঙ্গিদের সঙ্গে বিএসএফের গুলি বিনিময় হয়। তাতে দুই বিএসএফ জওয়ান মারা যান।

]]>
বাংলাদেশ সীমান্ত দিয়ে কলকাতায় পাচার হচ্ছিল বেআইনি সোনা, পাচারকারীরা ধৃত https://ekolkata24.com/uncategorized/gold-smugllers-arrested-by-dhaka-police Wed, 15 Sep 2021 14:51:00 +0000 https://www.ekolkata24.com/?p=4690 নিউজ ডেস্ক: শারোদৎসবের আগে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বেআইনি সোনা পশ্চিমবঙ্গে পাচার রুখল প্রতিবেশি দেশের কাস্টমস বিভাগ। বাংলাদেশের খুলনার সাতক্ষীরা থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা হয়ে এই সোনার বার পাচার হচ্ছিল।

সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই থেকে গোপনে ঢাকায় আনা হয় বেআইনি ৫৮টি সেনার বার। এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। সোনার বার সাতক্ষীরা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা হয়ে কলকাতায় পাঠানোর ছক করে পাচারকারীরা।

গোপনে তদন্তে নামে বাংলাদেশের অভিবাসন বিভাগ ও পুলিশ। পাচারকারীরা যে বাসে সীমাম্তের দিকে আসছিল তাতে অভিযান চালানো হয়। এই অভিযানে বাসচালকসহ তিনজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। ঢাকায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মহম্মদ. আব্দুর রউফ।

]]>