Final Match – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 14 Nov 2021 16:23:51 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Final Match – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 T20 World Cup: অস্ট্রেলিয়াকে ১৭৩ রান টার্গেট দিল নিউজিল্যান্ড https://ekolkata24.com/sports-news/t20-world-cup-update-of-australia-new-zealand-final-match Sun, 14 Nov 2021 16:17:36 +0000 https://ekolkata24.com/?p=11310 Sports desk: রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অল ট্রান্স-তাসমান লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া টসে জিতে বোলিং’র সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের উইনিং (সেমিফাইনাল জয়ের টিম) কম্বিনেশন অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে চোট পাওয়া কনওয়ের জায়গায় উইকেটরক্ষক টিম সেফার্ট কিউইদের প্রথম একাদশে জায়গা পেয়েছে। আউট ড্যারিল মিচেল ১১ রানে। জোস হ্যাজেলউডের বলে, অস্ট্রেলিয়ার বড় উইকেট।

হ্যাজেলউডের স্লোয়ার ডেলিভারি মিচেলের ব্যাটে ছুঁয়ে (এজড) অজি কিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে জমা পড়ে।নিউজিল্যান্ডের ২৮ রানে ১ উইকেট ম্যাচের ৩.৫ ওভারে।

t20-world-cup Final

ক্রিজে মার্টিন গুপ্টিল (২৭) এবং কিউইদের অধিনায়ক কেন উইলিয়মসন(১৮) মাটি কামড়ে লড়ে চলেছেন। ১০ ওভারে ৫৭ রান নিউজিল্যান্ডের, এক উইকেটের বিনিময়।

৩.৫ ওভারে নিউজিল্যান্ডের ২৮ রানে ১ উইকেট হারিয়ে ফাইনাল ম্যাচে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু গুপ্টিল এবং উইলিয়মস জুটি দুরন্ত ব্যাটিং’র জোরে এবং অজি বোলারদের ওপড় ডমিনেট করে ইনিংস গোছানোর কাজে মন দেয়।

কিউইদের প্ল্যান যখন ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করেই ছন্দপতন। অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু দেয় জাম্পা মার্টিন গুপ্টিলের উইকেট নিয়ে, যিনি ২৮ রানে ব্যাট করছিলেন। অ্যাডাম জাম্পার বলে মার্কাস স্টয়নিসকে হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন গুপ্টিল। নিউজিল্যান্ড ১১.১ ওভারে ৭৬ রানে ২ উইকেট।

ইতিমধ্যে কিউই অধিনায়ক কেন উইলিয়াসন নিজের অর্ধশতরান করে ফেলেন। ম্যাক্সওয়েলের বলে টানা দুই বলে দুটি ছক্কা মেরে স্টাইলে ৫০ রান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের।

উইলিয়মসন ৫৪ এবং গ্লেন ফিল্পিস ৪ রানে ক্রিজে। নিউজিল্যান্ড ১৪ ওভারে দুই উইকেটে ১০২ রান স্কোরবোর্ডে তুলেছে। কিউই অধিনায়ক এবং গ্লেন ফিল্পিস দুজনেই জুটি বেঁধে অস্ট্রেলিয়ার বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছে।

১৭ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ১৪৪ রান। ক্রিজে কেন উইলিয়মসন ৪৫ বলে ৮১ এবং গ্লেন ফিল্পিস ১৫ বলে ১৮ রান করে নট আউট। ফের অজিদের ব্রেক থ্রু দিল হ্যাজলউড। গ্লেন ফিল্পিস ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসে, ব্যক্তিগত ১৮ রান করে। নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৭.২ ওভারে ১৪৪ রান।

১৭.৫ ওভারে নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা। জোস হ্যাজলউডের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে বসেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়মসন ৮৫ রানের মাথায়। ১৪৮ রানে ৪ উইকেট নিউজিল্যান্ডের।

১৮ তম ওভারে জোস হ্যাজলউডের জোড়া ধাক্কা কিইউ শিবিরে, দ্বিতীয় বলে গ্লেন ফিল্পিস এবং পঞ্চম ডেলিভারিতে কেন উইলিয়মসনের উইকেট তুলে নিয়ে। তবে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়মসনের ৪৮ বলে ৮৫ রানের দুরন্ত অধিনায়কোচিত ইনিংস মনে রাখার মতো।

<

p style=”text-align: justify;”>শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তুলেছে স্কোরবোর্ডে ১৭২ রান। জেমস নিসহ্যাম ১৩ এবং সেফার্ট ৮ রানে অপরাজিত থাকে।

]]>