hotel – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 18 Nov 2021 11:26:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png hotel – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দুই মডেলের মৃত্যু রহস্য: সড়ক দুর্ঘটনায় মৃত্যু নাকি ষড়যন্ত্রে হত্যা? https://ekolkata24.com/entertainment/models-car-crash-hotel-owner-and-5-employees-held-for-destroying-cctv-footage Thu, 18 Nov 2021 11:26:08 +0000 https://ekolkata24.com/?p=11703 নিউজ ডেস্ক, কোচি: মিস কেরালা ২০১৯ এবং দক্ষিণ ভারত ২০২১ এর বিজয়ী আনসি কবীর এবং মিস কেরালা ২০১৯-এর রানার আপ অঞ্জনা শাহজাহানের মৃত্যুর পিছনে রহস্য আরও গভীর হচ্ছে। সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলেও, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হোটেলের ভিডিও ফুটেজ উধাও হওয়ায়, একে দুর্ঘটনার চেয়ে হত্যা হিসেবেই বেশি দেখা হচ্ছে।

গত ১ নভেম্বর কোচি থেকে গাড়িতে করে ফিরছিলেন আনসি কবির ও অঞ্জনা শাহজাহান। এ সময় জাতীয় সড়কে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে তার গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মডেলদের সঙ্গে গাড়িতে দুজন লোকও উপস্থিত ছিল, যাদের একজন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও, তদন্ত যত এগিয়েছে ততই এমন অনেক বিষয় সামনে এসেছে, যা মডেলদের হত্যার সন্দেহকে আরও গভীর করেছে।

Miss South India Ansi Kabeer and former Miss Kerala runner-up Anjana Shaja

দুজন মডেলই কোচির হোটেল ’18 হোটেল’-এ একটি ডিজে পার্টিতে অংশ নিয়েছিলেন। এখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, সেদিনের ফুটেজ নেই। কঠোর জিজ্ঞাসাবাদে কর্মীরা জানিয়েছেন, হোটেলের মালিক রয় ভায়োলেটের ফুটেজ সম্বলিত ডিভিডি নিয়ে গিয়েছে। এর পর পুলিশ রায়কে ডিভিডি উপস্থাপন না হলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছিল। হোটেল মালিক মঙ্গলবার হারিয়ে যাওয়া ডিভিডিটি পুলিশকে ফেরত দিলেও আরেকটি ডিভিডি হারিয়ে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হোটেল মালিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রয় ভায়োলেট বর্তমানে প্রমাণ নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। তবে সিসিটিভি ফুটেজে কী ছিল যে হোটেল মালিককে তাকে নিখোঁজ করতে হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বলছে, ওই মডেলের গাড়িটি অন্য গাড়ির সঙ্গে রেস করছিল। দুটি গাড়ির গতি ছিল খুব বেশি। এমতাবস্থায় বাইক আরোহী আচমকা হাজির হলে চালকের ভারসাম্য বিঘ্নিত হয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি বিস্ফোরিত হয়।

<

p style=”text-align: justify;”>আনসি কবির এবং অঞ্জনা শাহজাহানের গাড়ির সঙ্গে আরেকটি কার রেসিং ছিল হোটেল মালিক রায় ভায়োলেটের ঘনিষ্ঠ ব্যবসায়ী সিজু। প্রথম থেকেই হোটেল মালিককে সন্দেহ করে আসছিলেন আনসি কবিরের পরিবারের সদস্যরা। তিনি বলেন, বিষয়টি ভালোভাবে তদন্ত করা উচিত, তবেই সত্য বেরিয়ে আসবে। রয় ভায়োলেটের সিসিটিভি ফুটেজ উধাও হওয়ার পর এ মামলায় তার জড়িত থাকার সম্ভাবনা জোরাল হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ এখনই কিছু জানায়নি।

]]>
গোরক্ষপুরের হোটেলে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৬ পুলিশ কর্মী https://ekolkata24.com/uncategorized/six-policemen-have-been-arrested-for-beating-a-businessman-to-death-in-a-hotel-in-gorakhpur Sun, 17 Oct 2021 11:16:53 +0000 https://www.ekolkata24.com/?p=8020 নিউজ ডেস্ক: গতমাসে গোরক্ষপুরের এক হোটেলে মণীশ গুপ্তা নামে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ অকারণে মণীশকে পিটিয়ে খুন করেছে। যথারীতি পুলিশ ওই অভিযোগ অস্বীকার করে। তবে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ পুলিশকর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

মণীশ গুপ্তা হত্যার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিল, যোগীর আমলে উত্তরপ্রদেশে জঙ্গল রাজ কায়েম হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। কারণ তিনি এই খুনের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের রীতিমতো আড়াল করছেন।

এরই মধ্যে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিয়ো টুইট করেন। ওই ভিডিয়ো সামনে আসার পর এই খুনের ঘটনা নতুন মোড় নেয়। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা মৃত ব্যবসায়ী মণীশ গুপ্তার পরিবারকে অভিযোগ দায়ের না করার পরামর্শ দিচ্ছেন।

ভিডিয়োতে দেখা যায়, গোরক্ষপুরের জেলাশাসক বিজয়কিরণ আনন্দ মৃত ব্যবসায়ীর স্ত্রীকে বলছেন, তাঁরা যেন আদালতে মামলা দায়ের না করেন। কারণ এ ধরনের মামলাগুলি বছরের পর বছর চলতেই থাকে। একই সঙ্গে পুলিশ আধিকারিক বিপিন টাডাকে বলতে শোনা যায়, আপনার স্বামীর সঙ্গে তো পুলিশের কোনও শত্রুতা ছিল না। তাহলে পুলিশ কেন তাঁকে মারবে। তবে আপনি বলেছিলেন বলেই আমি অভিযুক্ত পুলিশ কর্মীদের সাসপেন্ড করেছি। তারা যতক্ষণ না নির্দোষ প্রমাণ হয় ততক্ষণ তাদের কোনওভাবেই কাজে ফেরানো হবে না। তাই আপনাকে অনুরোধ আপনি এটা নিয়ে বেশি হইচই করবেন না।

এই ভিডিয়ো এই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপি তথা যোগী সরকারকে আক্রমণের এক নতুন হাতিয়ার পেয়ে যায় বিরোধীরা। রাজনৈতিক মহল মনে করছে, বিরোধীদের সেই অস্ত্রকে ভোঁতা করে দিতেই যোগী সরকার ওই ছয় অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করল। সামনে নির্বাচন না থাকলে পুলিশকর্মীরা একজন নিরীহ মানুষকে খুন করার পরেও নিশ্চিতভাবেই বহাল তবিয়তেই ঘুরে বেড়াতেন।

বিরোধীরা বারেবারেই অভিযোগ করছে যে, যোগীর আমলে উত্তরপ্রদেশের জঙ্গলরাজ কায়েম হয়েছে। এ ঘটনার যেন আরও একবার সেটাই প্রমাণ করল। সম্প্রতি উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের রমরমা বেড়েছে। প্রায় প্রতিটি জেলাতেই ঘটেছে একের পর এক চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের ঘটনা। কিন্তু কোন ক্ষেত্রেই দোষীরা সাজা পায়নি। হাথরসের ঘটনায় দোষীদের বিচার আজও হয়নি। এসব ঘটনায় যথেষ্টই ব্যাকফুটে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে এসব ঘটনা দলের বিপক্ষে যেতে পারে বুঝেই যোগী সরকার তড়িঘড়ি করে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ কর্মীদের গ্রেফতার করল।

]]>
হোটেলের খাবারে পুরুষাঙ্গ, মহিলার ভিডিওয় আলোড়ন সোশ্যাল মিডিয়ায় https://ekolkata24.com/offbeat-news/ghana-woman-finds-penis-in-hotel-food Thu, 09 Sep 2021 14:14:10 +0000 https://www.ekolkata24.com/?p=4244 নিউজ ডেস্ক: হোটেল থেকে খাবার কিনে এনেছিলেন। অনেকদিন পর বাইরের খাবার খাওয়া হবে ভেবেই মন আনন্দে ভরে ছিল। কিন্তু বাড়িতে এসে আরাম করে খেতে গিয়েই তাল কাটল। হোটেল থেকে কেনা ওই খাবারে পুরুষাঙ্গ খুঁজে পেলেন এক মহিলা। বোঝামাত্রই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আরও পড়ুন যৌন ক্ষমতা বাড়াতে প্রতি দিন খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি

ঘানার বাসিন্দা আকাউজা নামে এক মহিলা হোটেলে গিয়েছিলেন নিজের প্রিয় খাবার কিনতে। সেখান থেকে দাম দিয়ে ‘টুয়ো জাফি’ খাবারটি তিনি বাড়িতে নিয়ে আসেন। খাবারের মধ্যে থাকা বেশির ভাগ মাংসের টুকরো খেয়ে ফেলার পরে সব থেকে বড় টুকরো দেখেই তাঁর আমার সন্দেহ হয়। ভাল করে পরীক্ষা করতে গিয়ে দেখতে পান সেটি আসলে একটি পুরুষাঙ্গর অংশ।

আরও পড়ুন যৌন মিলনে মিলছে না তৃপ্তি, এবার এই একটি উপকরণই শান্তি ফেরাবে সম্পর্কে


আরও পড়ুন সেক্সের প্রতি কমছে টান, কেবল ডায়েট বদলে এবার বাড়িয়ে তুলুন যৌন চাহিদা

কী ভাবে খাবারের মধ্যে পুরুষাঙ্গ এল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনার পরে রেস্তরাঁর বিরুদ্ধে আকাউজা কোনও পদক্ষেপ করেছেন কি না সে বিষয়েও কিছু জানাননি তিনি। ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করুক আকাউজা। কিন্তু অনেকেই আবার অন্য সন্দেহ করছেন। বছর কয়েক আগেও এইরকম একটি অভিযোগ সামনে এসেছিল। রেস্তোরার খাবারে আঙ্গুলের অংশ পেয়েছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। শেষে দেখা যায়, মানবদেহের অংশ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই রেস্তোরার মালিক-সহ কয়েকজন কর্মী।

আকাউজা যেই রেস্তোরা থেকে খাবার কিনেছিলেন তারাও ওইরকম কোনও কাজের সঙ্গে যুক্ত কিনা, বা খাবারের ব্যবসার আড়ালে মানব অঙ্গ পাচার কিংবা অন্য কোনও অনৈতিক কাজের চক্র সক্রিয় কিনা তা নিয়েই সরগরম নেটদুনিয়া।

]]>
পর্যটক টানতে দিঘার হোটেল ভাড়া এখন জলের দামে https://ekolkata24.com/lifestyle/digha-hotel-rent-is-low-to-attract-tourists Fri, 30 Jul 2021 12:09:48 +0000 https://www.ekolkata24.com/?p=1533 নিউজ ডেস্ক: ঘুরতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কয়েক বছর ধরে বাঙালি তথা রাজ্যের বেশিরভাগ ভ্রমণপ্রিয় মানুষের দু’দিনের ছুটি কাটানোর জায়গায় তালিকায় প্রথমে রয়েছে দিঘা। তবে করোনা পরিস্থিতি সবকিছু ওলটপালট করে দিয়েছে।

করোনার তৃতীয় ঢেউ যাতে থাবা বসাতে না পারে তার জন্য করা পদক্ষেপ নিয়েছে কাঁথি প্রশাসন। এবার থেকে দিঘায় আসতে গেলে শুধু ২ দিনের ছুটি যথেষ্ট নয়। এর পাশাপাশি পর্যটকদের কাছে থাকতে হবে কোভিড টিকার দুটি ডোজের সার্টিফিকেট অথবা ৪৮ ঘণ্টা আগে করা করোনা নেগেটিভ রিপোর্ট। এরপর থেকেই পর্যটকদের সংখ্যা কমতে থাকে। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে হোটেল ব্যবসায়ীরা।

নতুন করে পর্যটকদের দিঘামুখি করে তোলার জন্য এবারে উদ্যোগ নিল দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। এবার থেকে দিঘা এবং শংকরপুরে হোটেল ভাড়ার ক্ষেত্রে থাকছে স্পেশাল অফার। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনে যুগ্ম সম্পাদক বিপ্রসাদ চক্রবর্তী জানান, যে হোটেলের ভাড়া আগে ২০০০ টাকা ছিল, তা এখন কমিয়ে করা হয়েছে ১৫০০ টাকা। ১৫০০ টাকার হোটেলের ভাড়া করা হয়েছে ১০০০ টাকা। এর পাশাপাশি ১০০০ টাকার নিচের হোটেলের ভাড়াতেও থাকছে ২০০ থেকে ৩০০ টাকার ছাড়। অনলাইন এবং স্পট বুকিং দু-ক্ষেত্রেই পাওয়া যাবে এই সুবিধা।

অনেকেই মনে করছেন, এতে হয়তো কিছুটা হলেই পর্যটকদের দিঘামুখি করা যাবে। এছাড়াও যারা কোনও শংসাপত্র ছাড়াই দিঘাতে উপস্থিত হবেন, তাঁদের জন্য থাকছে তৎক্ষণাৎ করোনা পরীক্ষার সুযোগ। রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে হোটেলে ঢোকার ছাড়পত্র। তবে তার জন্য পর্যটকদের ২৪০ টাকা খরচ করতে হবে।

]]>