killed – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Dec 2021 12:25:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png killed – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জইশ জঙ্গি https://ekolkata24.com/uncategorized/jaish-militants-killed-in-a-gunfight-with-militants-in-kashmir Sun, 19 Dec 2021 12:25:35 +0000 https://ekolkata24.com/?p=15457 নিউজ ডেস্ক, শ্রীনগর: রবিবার সকালে ফের গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকাবাসীর। রবিবার জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish e Mohammed) এক জঙ্গি (Terrorist)।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে শ্রীনগরের (Srinagar) হারওয়ান অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই রবিবার ভোর রাতে সেনা ও পুলিশের এক যৌথবাহিনী অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে চালাতে পিছনের দিকে সরে যাওয়ার চষ্টা করে। কিন্তু তারা সেই সুযোগ পায়নি।

কারণ গোটা এলাকাটি ঘিরে রেখেছিল নিরাপত্তাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। গুলি বিনিময় থামলে এলাকায় তল্লাশি শুরু করে বাহিনীর সদস্যরা। সে সময় এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। মৃত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। বাহিনীর অনুমান এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, গোটা এলাকা ঘিরে রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিরা। অগাস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বাড়বে। সেই আশঙ্কা মিলিয়ে দিয়ে ভূস্বর্গে জঙ্গিদের কার্যকলাপ অনেকটাই বেড়েছে। সম্প্রতি শ্রীনগরে পুলিশের বাসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন তিন পুলিশ কর্মী। আহত হয়েছেন আরো ১৪ জন। এই হামলার পর উপত্যাকায় জুড়ে জোরকদমে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। সেই অভিযানে রবিবার সাফল্য মিলল।

]]>
Kerala: ২৪ ঘণ্টায় জোড়া রাজনেতা খুনে তপ্ত বামরাজ্যে ১৪৪ ধারা https://ekolkata24.com/uncategorized/tension-in-kerala-alappuzha-as-two-political-leaders-killed-in-12-hours Sun, 19 Dec 2021 09:33:35 +0000 https://ekolkata24.com/?p=15437 নিউজ ডেস্ক, তিরুঅনন্তপুরম: ১২ ঘণ্টার ব্যবধানে বাম শাসিত কেরলে (Kerala) দুই রাজনৈতিক নেতার খুন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। শনিবার খুন হয়েছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা কেএস শান (KS Shan)। 

এর পর রবিবার ভোরে খুন হলেন বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি রণজিৎ শ্রীনিবাসন। দুষ্কৃতীরা রণজিৎকে তাঁর বাড়ির মধ্যে ঢুকে খুন (Murder) করে। জোড়া খুনের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ানোয় আলাপ্পুজা জেলায় দুদিনের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে যাওয়ার জন্য বের হচ্ছিলেন বিজেপি নেতা রণজিৎ শ্রীনিবাসন। সে সময়ই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। স্ত্রী ও মায়ের সামনেই রণজিৎকে প্রথমে মারধর করে দুষ্কৃতীরা। আটজন দুষ্কৃতী বাড়ির গেটের মুখেই শ্রীনিবাসনকে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীনিবাসনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই বিজেপি নেতাকে খুন করা হল তা জানা যায়নি। তবে পুলিশ ধৃতদের জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছে। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির একাধিক শীর্ষ নেতাও ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

শনিবারই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই)( SDPI) রাজ্য সচিব কে এস শানকেও খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শনিবার রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই তাঁর বাইকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। শান রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা গাড়ি থেকে বেরিয়ে এসে তাঁকে কোপাতে থাকে। আহত অবস্থায় শানকে এরনাকুলামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর দেহে ৪০টিরও বেশী গভীর ক্ষত ছিল এবং মাথাতেও ছিল গুরুতর চোট। রবিবার সকালে হাসপাতালেই তাঁরও মৃত্যু হয়।

সানকে খুনের ঘটনায় বিজেপি-আরএসএস জোটের দিকে আঙুল তুলেছেন এসডিপিআই রাজ্য সভাপতি মুভাত্তুপুজা আশরফ মৌলবি। আশরফ হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএসএস ও বিজেপি এই ধরনের খুনের রাজনীতি বন্ধ না করে তবে তাদের কড়া মাসুল চোকাতে হবে। সময় মতোই বিজেপি ও সংঘকে কড়া জবাব দেওয়া হবে।

পর পর দুই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমমন্ত্রী রমেশ চেন্নিথালা। তিনি বলেন, বিজেপি ও এসডিপিআইয়ের উচিত এই ধরনের খুনোখুনির রাজনীতি বন্ধ করা। রক্ত দিয়ে রাজনীতি হয় না। একই সঙ্গে রমেশ এই ঘটনায় রাজ্যের বাম সরকারকেও তোপ দেগেছেন। রমেশের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতচে ব্যর্থ পিনারাই বিজয়ন সরকার। গোটা রাজ্যেই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ বাম সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। সেকারণেই তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না। রাজ্যে একের পর এক খুনোখুনির ঘটনা ঘটলেও পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনার নিন্দা করে বলেন, অপরাধীদের কেউ পার পাবে না। আলাপ্পুজায় যে জোড়া রাজনৈতিক খুন হয়েছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ খুঁজে বের করবেই। রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের অমানবিক ঘটনা কখনওই ভাল নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা মানে খুনোখুনি নয়।

]]>
Tamil Nadu: স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত ৩, গুরুতর জখম আরও ৩ পড়ুয়া https://ekolkata24.com/uncategorized/tamil-nadu-3-students-killed-in-school-wall-collapse-in-tirunelveli Fri, 17 Dec 2021 12:17:21 +0000 https://ekolkata24.com/?p=15250 নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে দেড় বছরেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল (school)। সম্প্রতি ফের স্কুল খুলতে শুরু করেছে। কিন্তু স্কুলে এসে আর বাড়ি ফেরা হল না তিন ছাত্রের (student)। শুক্রবার সকালে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল তিন ছাত্রের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

শুক্রবার সকালে তামিলনাড়ুর তিরুনেলভেলি ( tiruneliveli district of Tamil Nadu) জেলার স্ক্যাফটর উচ্চ বিদ্যালয়ে (skaftor high school) এই দুর্ঘটনা ঘটেছে। মৃত তিন ছাত্রই ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। দেওয়াল ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। দেওয়ালের নিচ থেকে ছয় ছাত্রকে বের করেন। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দু’জনের নাম সঞ্জয় এবং বিশ্বরঞ্জন। তৃতীয় ছাত্রের নাম এখনও জানা যায়নি।

মৃত ছাত্রদের সহপাঠীরা জানিয়েছে, এদিন স্কুল চলাকালীন ওই ছয় জন শৌচালয় গিয়েছিল। সে সময় আচমকাই বিকট শব্দে শৌচালয়ের একটি দেওয়াল ওই ছাত্রদের উপর ভেঙে পড়ে। গুরুতর জখম ওই ছয় ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে। দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

কী কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুল ভবনটি বেশ পুরনো। করোনাজনিত কারণে প্রায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্কুল খোলার আগে পুরো স্কুল ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এমনকী, রঙের প্রলেপও পড়ে ছিল দেওয়ালে। এদিনের দুর্ঘটনার পর ফের স্ক্যাফটার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

]]>
Pulwama: জঙ্গিহানায় শহিদ জওয়ানের বোনের বিয়ের যাবতীয় দায়িত্ব সামলাল সহকর্মীরা https://ekolkata24.com/offbeat-news/crpf-jawan-was-killed-in-pulwama-his-colleagues-attended-sisters-wedding Wed, 15 Dec 2021 15:49:18 +0000 https://ekolkata24.com/?p=15007 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: গতবছর পুলওয়ামায় (Pulwama) কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ (CRPF) জওয়ান শৈলেন্দ্র প্রতাপ সিং (Shailendra Pratap Singh)। সিআরপিএফ-এর ১১০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন শৈলেন্দ্র প্রতাপ। সোমবার ছিল শৈলেন্দ্রর বোন জ্যোতির বিয়ে। 

পরিবারের অন্যতম রোজগেরে সদস্য শৈলেন্দ্রকে হারিয়ে কিভাবে জ্যোতির বিয়ে হবে তা নিয়ে তার পরিবারের চিন্তার শেষ ছিল না। জ্যোতির বাবা যথেষ্টই বৃদ্ধ হয়েছেন। মেয়ের বিয়ের জন্য আর ছুটোছুটি করার মতো সামর্থ্য তাঁর নেই। এই অবস্থায় জ্যোতির বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শৈলেন্দ্রর সহকর্মীরা। শৈলেন্দ্র সহকর্মীরা সকলেই সোমবার ছুটে এসেছিলেন উত্তরপ্রদেশে।

বোনের বিয়েতে দাদার যে কর্তব্য পালন করা উচিত শৈলেন্দ্র সহকর্মীরা জ্যোতির বিয়েতে সোমবার তার পুরো দায়িত্বই বহন করেছেন। সিআরপিএফ জওয়ানরা টুইট করে যে সমস্ত ছবি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁরা সেনাবাহিনীর পোশাকেই জ্যোতির বিয়ের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন। শুধু বিয়ের আচার-আচরণ পালন নয়, অথিতি অভ্যাগতদের আপ্যায়ন থেকে তাঁদের খাওয়া-দাওয়া সব দিকেই ছিল জওয়ানদের সজাগ দৃষ্টি।

শৈলেন্দ্রর সহকর্মীদের এই ব্যবহারে রীতিমতো আপ্লুত হয়েছেন তাঁর বৃদ্ধ বাবা। শৈলেন্দ্রর বাবা জানিয়েছেন, আমার ছেলে আজ এই দুনিয়ায় নেই। কিন্তু আমি আজ বহু সিআরপিএফ জওয়ানকে নিজের ছেলে হিসেবে পেয়েছি। তাঁরা আজ আমার বা আমার পরিবারের জন্য যা করেছেন তা আমি সারা জীবনেও ভুলব না। জঙ্গিরা আমার এক ছেলেকে কেড়ে নিয়ে অনেক ছেলেকে ফিরিয়ে দিয়েছে। জওয়ান দাদাদের কথা বারবার বলেছেন সদ্য বিবাহিত জ্যোতি। তিনি বলেছেন, দাদারা না থাকলে হয়তো আমার বিয়েটাই হত না। ওঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। জওয়ান দাদাদের ভূমিকায় নতুন জামাইও বাকহারা।

শৈলেন্দ্রর সহকর্মীরা অবশ্য তাঁদের এই কর্তব্য পালনকে বিশেষ কোনও গুরুত্ব দিতে রাজি নন। তাঁরা পাল্টা বলেছেন, জ্যোতিও আমাদের বোন। তাই বোনের বিয়েতে যা করা দরকার তাঁরা শুধুমাত্র সেটুকুই করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর শ্রীনগরে জঙ্গিরা টহলরত জওয়ানদের ওপর আচমকাই গুলি চালায়। ওই ঘটনায় দুইজন জওয়ানের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন ৫ জন।

]]>
Terrorist Attack in Police Bus: পুলিশ বাসে জঙ্গিদের গুলিতে মৃত ৩ https://ekolkata24.com/uncategorized/3-killed-in-terrorist-firing-on-police-bus-in-srinagar Mon, 13 Dec 2021 15:12:30 +0000 https://ekolkata24.com/?p=14692 নিউজ ডেস্ক, শ্রীনগর: সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরে (Shrinagar) পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা (Terrorist)। জঙ্গিদের গুলিতে ১৮ জন পুলিশকর্মী (police personal) জখম (wounded) হয়েছেন। যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।

গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে বিভিন্ন এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালিয়েছে জঙ্গিরা।

এরই মধ্যে সোমবার শ্রীনগরের পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ১৮ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোন জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। আশপাশের এলাকায় কোন জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে চলছে চিরুনি তল্লাশি। তবে শেষ পাওয়া খবরে কোনও জঙ্গির ধরা পড়ার খবর মেলেনি।

সোমবার সকালেই শ্রীনগরের রণগ্রেট এলাকায় সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি দল তল্লাশি অভিযান শুরু করে এলাকায়। বাহিনীর উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই জবাব দেয় বাহিনীও। এইগুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হয়েছে। উল্লেখ্য, রবিবার জম্মু-কাশ্মীরের অবন্তীপুরায় নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। বাহিনী পাল্টা গুলি চালালে এক জঙ্গি খতম হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশের উপর পাল্টা হামলা চালাল জঙ্গিরা।

]]>
United States: স্কুলে সহপাঠীর গুলিতে মৃত তিন ছাত্র, এক শিক্ষক-সহ জখম ৯ https://ekolkata24.com/uncategorized/three-students-were-killed-and-one-was-injured-in-a-school-shooting-in-the-united-states Wed, 01 Dec 2021 10:24:22 +0000 https://ekolkata24.com/?p=13009 নিউজ ডেস্ক: আমেরিকার ( United States) স্কুলে ফের হামলা চালাল বন্দুকবাজ (shooter)। তবে এবার বাইরের কেউ নয়। ওই স্কুলের এক ছাত্র হঠাৎই সহপাঠীদের উপর গুলি চালিয়েছে। মঙ্গলবারের (tuesday) ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে জখম হয়েছেন নয় জন। যার মধ্যে একজন শিক্ষক (teacher)। মার্কিন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ ওই কিশোর ছাত্রকে গ্রেফতার করেছে। চলতি বছরে এটাই আমেরিকার স্কুলে সবথেকে বড় মাপের হামলা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে অক্সফোর্ড হাইস্কুলে আচমকাই ওই কিশোর সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। জখম হয়েছে এক শিক্ষক-সহ মোট ১০জন। আহতেরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ২ জন ছাত্রী এবং একজন ছাত্র। আহত ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার হয়েছে। কী কারণে ওই ছাত্র হঠাৎই বন্ধুদের উপর গুলি চালাল তা এখনও জানা যায়নি। গ্রেফতারির সময় ওই কিশোর পালিয়ে যাওয়ার বা বাধা দেওয়ার কোনও চেষ্টাও করেনি। তবে কেন সে এই কাজ করেছে সে বিষয়েও মুখ খোলেনি। অকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল ম্যাককাবে মঙ্গলবারের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। মৃত ছাত্রদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। এমনকী, ওই ছাত্রের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কিশোর নিজেই এই পরিকল্পনা করেছিল। ওই ছাত্র এলোপাথাড়ি গুলি চালিয়েছিল নাকি, নির্দিষ্ট কোনও বন্ধুর উপর গুলি চালিয়েছিল তা জানতে তাকে জেরা চলছে। তবে ওই কিশোর এখনও পর্যন্ত মুখ খোলেনি। গতকালের এই হামলা সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই পুলিশ অন্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছে।

]]>
Kashmir: শ্রীনগরের রামবাগে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম চার সন্ত্রাসবাদী https://ekolkata24.com/uncategorized/kashmir-four-terrorists-were-killed-in-an-army-militant-clash-at-rambagh-in-srinagar Fri, 26 Nov 2021 11:01:26 +0000 https://ekolkata24.com/?p=12483 নিউজ ডেস্ক, শ্রীনগর: শুক্রবার সকালে গুলির শব্দে ঘুম ভাঙল শ্রীনগরের রামবাগ (Rambagh) এলাকার মানুষের। কাশ্মীরে একটানা গোলাগুলির আওয়াজ স্থানীয় বাসিন্দাদের (local people) কাছে কিছু আশ্চর্যজনক ঘটনা নয়। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে চার জঙ্গি (terrorist) খতম হয়েছে। নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের শীর্ষস্থানীয় কমান্ডার। অন্য একজন হিজবুল মুজাহিদিন (hijbul mujahidin) জঙ্গি গোষ্ঠীর সদস্য।

জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর মেলে রামবাগ এলাকায় সশস্ত্র জঙ্গিদের একটি দল আত্মগোপন করে আছে। ওই খবরের ভিত্তিতে শুক্রবার ভোররাতে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ক্রমশ পিছু হটতে থাকে। কিন্তু চারি দিক থেকেই তল্লাশি অভিযান শুরু হওয়ায় জঙ্গিরা পালানোর সুযোগ পায়নি। তাই তারা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সংঘর্ষ বন্ধ হয়। এরপর তল্লাশি চালিয়ে নিরাপত্তাবাহিনীর চার জঙ্গির দেহ উদ্ধার করে।

মৃতদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার শাখা সংগঠনের শীর্ষ কমান্ডার অপর এক জঙ্গি হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর সদস্য। তবে বাকি দু’জনের পরিচয় মেলেনি। অন্যদিকে, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় নৌসেরা সেক্টর এক জঙ্গিকে গুলি করে মেরেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

সম্প্রতি কাশ্মীরে ফিরে এসেছে প্রায় ৩২ বছর আগের স্মৃতি। ১৯৮৯ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গিরা কাশ্মীরে টিকালাল তাপলু নামে এক হিন্দু ব্রাহ্মণকে হত্যা করেছিল। ওই কাশ্মীরি পন্ডিতকে খুনের পর গোটা উপত্যকায় ছড়িয়েছিল তীব্র আতঙ্ক। বেশিরভাগ কাশ্মীরি পন্ডিত পরিবার ঘর ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। তিন দশকেরও বেশি সময় পর আবারও জঙ্গিরা কাশ্মীরে সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালাতে শুরু করেছে। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকরা অনেকেই প্রাণ বাঁচাতে কাজ ফেলে বাড়ি ফিরতে শুরু করেছেন। ফলে রাজ্যের আপেল চাষিরাও পড়েছেন চরম সঙ্কটে। সাধারণ নিরীহ মানুষের খুনের বদলা নিতেই সক্রিয় হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী। তারই ফলশ্রুতিতে এবার সেনার হাতে খতম হল চার জঙ্গি।

]]>
ভিন জাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে ধর্ষণ করে খুন করল বাবা https://ekolkata24.com/uncategorized/father-raped-and-killed-the-girl-after-marrying-a-different-kind-of-boy Wed, 17 Nov 2021 09:38:57 +0000 https://ekolkata24.com/?p=11605 News Desk: ভালবেসে ভিন জাতের একটি ছেলেকে বিয়ে করেছিল মেয়ে। এই বিয়ে কোনওভাবেই মেনে নিতে পারেননি ওই তরুণীর বাবা। মেয়েকে শিক্ষা দিতে তাকে ধর্ষণ (rape) করে খুন করল বাবা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল (bhopal) সংলগ্ন রতিবাদ (ratibad) শহরে। তরুণীর দিদির অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি জেরায় তার অপরাধ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, দু’দিন আগে সামাসগড়ের (samasgarh forest) জঙ্গলে ওই তরুণী ও তার ৮ মাসের শিশু সন্তানের দেহ মিলেছিল। মা ও শিশুর মৃত্যুর তদন্ত শুরু করে ভোপাল পুলিশ। জানতে পারে ওই তরুণীর কথা। এরপরই পুলিশ ওই তরুণীর বাড়ি গিয়ে তার মা বাবাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখনই জানতে পারে তরুণীর বাবা তার মেয়ের বিয়ে নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ছিল। এরপরই পুলিশ মৃত তরুণীর বাবাকে একটানা জেরা করতে শুরু করে।

no-rape

প্রথমদিকে ওই ব্যক্তি একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এতেই পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। শেষ পর্যন্ত দীর্ঘ পুলিশি জেরায় সে নিজের অপরাধের কথা স্বীকার করে।

রতিবাদ থেকে ধৃত ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, তাঁদের অমতেই মেয়ে ভিন জাতের একটি ছেলেকে বিয়ে করেছিল। এ কারণে তাঁদের প্রতিদিন প্রতিবেশীদের গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। যা নিয়ে মেয়ের সঙ্গে রীতিমতো বিবাদ শুরু হয় তার মা-বাবার। সম্প্রতি ওই তরুণীর শিশুটি অসুখে মারা যায়। মৃত শিশুটিকে কবর দেওয়ার জন্য সামাসগড়ের জঙ্গলে নিয়ে যায় ওই তরুণী। সঙ্গে ছিল তার বাবাও।

<

p style=”text-align: justify;”>সেখানেও ওই তরুণীর সঙ্গে তার বাবার প্রবল ঝগড়া হয়। শেষ পর্যন্ত রাগের মাথায় বাবা নিজেই তার মেয়েকে ধর্ষণ করে। তারপর তাকে খুন করে সামাসগড়ের জঙ্গলে ফেলে রেখে বাড়ি ফেরে। বিয়ে (marriage) নিয়ে অশান্তি থাকলেও পরিবারের কেউই ভাবতে পারেনি যে, বাবা এ ধরনের ঘৃণ্য অপরাধ করবে। ভোপাল পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।

]]>
Kashmir: রাতভর তল্লাশি অভিযান চালিয়ে হিজবুলের শীর্ষ কমান্ডারসহ খতম তিন জঙ্গি https://ekolkata24.com/uncategorized/hezbollahs-top-commander-and-three-militants-killed-in-kashmir Fri, 12 Nov 2021 03:30:26 +0000 https://ekolkata24.com/?p=11102 নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই কাশ্মীরের দু’টি জায়গায় চলছিল সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী।

মৃত তিন জঙ্গি হল আমির রিয়াজ (amir riyaj), শিরাজ মোলভি (siraj molvi) এবং ইওয়ার ভাট (ewar bhat)। রিয়াজ মুজাহিদিন গাজওয়াতুল হিন্দ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য। মৃত তিনজনের মধ্যে শিরাজ হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার। অপরজন সাধারণ সদস্য

পুলিশ কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কুলগামের চাওয়ালগামে (chawalgam) তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ (crpf) ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। রাতভর প্রবল সংঘর্ষের পর শুক্রবার ভোরে তিন সন্ত্রাসবাদী খতম হয়। মৃত তিন জঙ্গির মধ্যে রিয়াজ লেথপোড়ায় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে শিরাজ মোলভি কাশ্মীরে একাধিক খুনের ঘটনায় যুক্ত। শিরাজ হিজবুল মুজাহিদিনের জেলা কমান্ডার ছিল। শিরাজের কাজছিল জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করা। শিরাজের মৃত্যুতে কুলগাম (kulgam) জেলায় হিজবুলের (hijbul) সংগঠন বড় ধাক্কা খেল বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর অনুমান, এখনও ওই এলাকায় বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে আছে তাই গোটা এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদীরা তাদের পরিকল্পনায় কিছুটা বদল আনে। নিরাপত্তা বাহিনীর বদলে তারা সাধারণ মানুষকে নিশানা করতে শুরু করে। বিশেষত অকাশ্মীরি ও পরিযায়ী শ্রমিকদের উপর বেশি করে আঘাত হানতে শুরু করে জঙ্গিরা। এ ঘটনায় গত এক মাসে ১২ জন অকাশ্মীরির মৃত্যু হয়েছে। জঙ্গিদের এই পরিকল্পনা কেন্দ্রকে নতুন করে উদ্বেগে ফেলে। তাই জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই তল্লাশি অভিযানেই মিলল সাফল্য। ইতিমধ্যেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আসন্ন শীতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শীতের আগে পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার (bijay kumar) জানিয়েছেন, শিরাজের মৃত্যু নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

]]>
Mullah Akhunzada: পাক-বাহিনীর হামলায় মৃত্যু আখুনজাদার, স্বীকার করল তালিবান https://ekolkata24.com/uncategorized/taliban-confirm-killing-mullah-akhunzada Sat, 16 Oct 2021 14:13:24 +0000 https://www.ekolkata24.com/?p=7909 অনলাইন ডেস্ক: ১৫ অগস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে৷ ক্ষমতায় আসার পর ঘোষণা করা হয়েছিল, হিবাতুল্লা আখুনজাদার নেতৃত্বে দেশের সরকার গঠন হবে। কিন্তু ক্ষমতা দখলের পরেও এখনও তাঁকে সেভাবে বিশেষ সামনে আসতে দেখা যায়নি।

শুধুমাত্র একবার একটি ভিডিও বার্তায় আখুনজাদাকে দেখা গিয়েছিল। তাই আখুনজাদা কোথায়, কি অবস্থায় আছেন তা নিয়ে একটা সন্দেহ ছিল। শেষ পর্যন্ত শনিবার সেই সন্দেহের অবসান ঘটল। তালিবানের পক্ষ জানানো হল, হিবাতুল্লা আখুনজাদা ২০২০ সালে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন।

তালিবান নেতা আমির আল মুমিনিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২০ সালে পাকিস্তানের বাহিনীর হাতে মৃত্যু হয় আখুনজাদার। পাকবাহিনীর আত্মঘাতী হামলায় নিশানায় ভুল হওয়ার কারণেই আখুনজাদার মৃত্যু হয়েছিল। তবে আখুনজাদার পর তালিবান সরকারের নেতৃত্ব কে করবেন সে বিষয়ে জানতে চাওয়া হলে আমির কিছু বলেননি। তিনি বলেন, বিষয়টি এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। সরকারের পরবর্তী প্রধানের নাম ঠিক হলে সংবাদমাধ্যমকে তা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আমিন জানিয়েছেন, ভিডিয়োবার্তায় আখুনজাদার যে ছবি দেখা গিয়েছিল তা আসলে বহু বছরের পুরনো।

এর আগে নিউইয়র্ক পোস্টও জানিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় আখুনজাদার যে ছবি পোস্ট হয়েছে তা অনেক দিনের পুরনো। আফগানিস্তানে দখল নেওয়ার পর আখুনজাদার নাম প্রকাশ্যে এসেছিল। কিন্তু ক্ষমতা দখলের পর প্রায় আড়াই মাস হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত আখুনজাদাকে প্রকাশ্যে দেখা যায়নি। তাই তাঁর উপস্থিতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত সেই প্রশ্নের নিরসন করল তালিবান।

তালিবান নেতা স্পষ্ট জানালেন, পাকবাহিনীর হাতে এক বছর আগেই আখুনজাদার মৃত্যু হয়েছে। আখুনজাদা বরাবরই চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে মহিলাদের স্বাধীনতা একেবারেই না পসন্দ ছিল। পাশাপাশি আন্তর্জাতিক কোনও বিষয় সম্পর্কে আখুনজাদার কোন ধারনা ছিল না। তাই সরকারের প্রধান হিসেবে আখুনজাদা সফল হতে পারবেন কিনা তা নিয়েও প্রথম থেকেই সন্দেহ ছিল।

ক্ষমতা দখলের পর তালিবানের অন্তর্দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। মূলত তালিবানের সঙ্গে খলিল হাক্কানী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। সরকারে নিজেদের প্রতিনিধিত্ব আরও বাড়াতে সক্রিয় দুই গোষ্ঠীই। এই কাজ করতে গিয়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে হাক্কানি গোষ্ঠী উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল ঘানি বরাদরকে লক্ষ্য করে গুলি চালায়। ওই ঘটনার পর বরাদর কাবুল ছেড়ে কান্দাহারে চলে গিয়েছিলেন। প্রায় একমাস পর সম্প্রতি তিনি কাবুলে ফিরেছেন। তবে তিনি তালিবান সরকারের নিরাপত্তা নিচ্ছেন না। কারণ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক রয়েছে হাক্কানি গোষ্ঠীর দখলে। হাক্কানী গোষ্ঠীর নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন বরাদর।

]]>
Lakhimpur Kheri: মৃত ২ বিজেপি কর্মীর পরিবারের দিকে ফিরেও তাকায়নি বিজেপি নেতারা, তীব্র ক্ষোভ এলাকায় https://ekolkata24.com/uncategorized/no-party-leader-visited-us-say-kin-of-two-bjp-workers-killed-in-lakhimpur-kheri-violence Sun, 10 Oct 2021 16:40:10 +0000 https://www.ekolkata24.com/?p=7216 নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ির ধাক্কায় ৪ কৃষকের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল আরও ৪ জনের। যার মধ্যে দুই বিজেপি কর্মীও ছিলেন। গেরুয়া দলের দুই কর্মীর পরিবারের অভিযোগ, ঘটনার পর কোনও নেতা মন্ত্রী তো দূরের কথা এলাকার কোনও বিজেপি নেতাও এখনও পর্যন্ত তাঁদের কাছে একবারের জন্যও আসেননি। তাঁদের কী সুবিধা-অসুবিধা সে বিষয়ে জানতে চাননি। এমনকী, সামান্য সমবেদনা জানাতেও কাউকে আসতে দেখা যায়নি।

বিজেপি নেতাদের এই আচরণে মৃত ২ বিজেপি কর্মীর পরিবার ক্ষোভে ফুঁসছে। লখিমপুর খেরিতে মৃত দুই বিজেপি কর্মীর নাম শ্যামসুন্দর ও শুভম মিশ্র। এই দুজনেই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিজেপির বুথ ইনচার্জ হিসেবেও ভোটের সময় কাজ করেছেন।

lakhimpur-bjp-worker

শ্যামসুন্দরের বাবা বলেছেন, আমার ছেলে কুস্তি প্রতিযোগিতা দেখতে খুব ভালোবাসত। সে জন্যই গত রবিবার সে বানবীরপুরে গিয়েছিল। ও তো কোন দোষ করেনি। দলের কাজ করতে গিয়ে ওকে প্রাণ দিতে হল। কিন্তু দলের নেতারা একবারও সে কথা মনে রাখলেন না।

মৃত শুভমের পরিবারেরও একই অভিযোগ। মাত্র বছর তিনেক আগে শুভম বিয়ে করেছে। তার একবছরের ছোটো মেয়ে আছে। দলের কাজ করতে গিয়ে পরিবারের একমাত্র রোজগেরে সদস্য প্রাণ দেওয়ার পর কীভাবে তাঁর পরিবারের ভরণপোষণ চলবে সেটাই এখন বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি দল।

বিজেপি নেতাদের এহেন আচরণে শুভমের বিধবা স্ত্রী ও মা প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় গোটা এলাকাতেই বিজেপির উপর মানুষের প্রবল ক্ষোভ দেখা গিয়েছে।

]]>