Sameer Wankhede – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 18 Nov 2021 17:17:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sameer Wankhede – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 সমীর ওয়াংখেড়ের স্কুলের জন্ম শংসাপত্র প্রকাশ করল এনসিপি https://ekolkata24.com/uncategorized/ncp-shares-certificates-showing-sameer-wankhedes-middle-name-as-dawood Thu, 18 Nov 2021 17:17:33 +0000 https://ekolkata24.com/?p=11717 নিউজ ডেস্ক: এনসিবিতে চাকরি পেতে জনজাতির ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

বৃহস্পতিবার নিজের দাবির সপক্ষে প্রমাণও পেশ করলেন মন্ত্রী। এদিন এনসিপির (NCP) পক্ষ থেকে ট্যুইটারে সমীর ওয়াংখেড়ের দুটি স্কুল সার্টিফিকেট পোস্ট করা হয়েছে। স্কুলের ওই শংসাপত্রে সমীরের নামের মাঝে “দাউদ”(Dawood) কথাটি লেখা আছে। ধর্ম হিসাবেও মুসলিম (Muslim) উল্লেখ করা হয়েছে।

মুম্বইয়ের ওয়াডালার সেন্ট জোসেফ হাই স্কুল এবং দাদারের সেন্ট পল হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন সমীর। ওই দুই স্কুল থেকেই সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) সার্টিফিকেট (Caste Certificate) বের করা হয়। সেই সার্টিফিকেটই এদিন ট্যুইটারে পোস্ট করেছে এনসিপি। ওই সার্টিফিকেটে সমীর ওয়াংখেড়ের নাম “সমীর দাউদ ওয়াংখেড়ে” বলে লেখা রয়েছে। ধর্মের জায়গায় লেখা মুসলিম বলে। মুম্বইয়ে প্রমোদতরী থেকে মাদক উদ্ধার ও শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতারের পরই এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এনসিপি নেতা নবাব মালিক। সমীর ওয়াংখেড়ের প্রথম স্ত্রীর প্রসঙ্গ টেনে নবাব দাবি করেন যে, সমীর ওয়াংখেড়ে আদতে মুসলিম। ভুয়ো জনজাতি সার্টিফিকেট দেখিয়ে তিনি সরকারি সুবিধা নিচ্ছেন।

Sameer Wankhede

যদিও এনসিপির ওই দাবি উড়িয়ে দিয়েছে সমীরের পরিবার। সমীরের পরিবারের পক্ষ থেকেও বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সমীরের পরিবারের প্রকাশ করা তথ্য থেকে জানা গিয়েছে, তিনি ১৯৯৫ সালের স্কুল উত্তীর্ণ হয়েছেন। স্কুল উত্তীর্ণ হওয়ার শংসাপত্রে (School Certificate) তাঁর নাম উল্লেখ রয়েছে “ওয়াংখেড়ে সমীর ধ্যানদেব” হিসাবে। জাতি “মাহার” বলে উল্লেখ করা হয়েছে।

নবাবের (Nawab Malik) দাবি ছিল, সমীর ওয়াংখেড়ে আদতে মুসলিম হলেও তিনি ভুয়ো হিন্দু জনজাতি শংসাপত্র ব্যবহার করে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন। সেই পরীক্ষা দিয়েই তিনি সরকারি চাকরি পেয়েছেন। এর আগেও নবাব সমীর ওয়াংখেড়ের জন্মের যে শংসাপত্রও প্রকাশ করেছিলেন, সেখানেও তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে হিসাবেই উল্লেখ করা ছিল। সমীর ওয়াংখেড়ের পরিবার প্রমাণ হিসাবে যে সমস্ত তথ্য প্রকাশ করেছে সেগুলি নকল বলেও দাবি করেছেন এই এনসিপি নেতা। নবাব বলেন, “এই সার্টিফিকেটগুলি সবকটাই নকল। সমীর ও তাঁর পরিবার এখন কম্পিউটারে তৈরি নকল সার্টিফিকেট সকলকে দেখাচ্ছেন। আমরা আদালতে সমস্ত আসল তথ্যপ্রমাণ জমা দিয়েছি। সেগুলি সবকটিই নথিভুক্ত। সমীরের চাকরি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।”

<

p style=”text-align: justify;”>এদিকে, সমীর ওয়াংখেড়ের প্রথম পক্ষের স্ত্রীর বাবাও দাবি করেছিলেন, সমীর ওয়াংখেড়ে মুসলিম। সে কারণেই তিনি নিজের মেয়ের সঙ্গে সমীরের বিয়ে দিয়েছিলেন। বিয়ে এবং বিয়ের পরবর্তী সময়ে সমীর মুসলিম আচার পালন করতেন বলেও দাবি করেন তিনি। নিকাহনামাতেও সমীর ওয়াংখেড়ের নাম দাউদ ওয়াংখেড়ে নামেই উল্লেখ করা ছিল বলেও তাঁর প্রথম স্ত্রীর বাবা জানিয়েছেন।
মাদক মামলার তদন্তকারী অফিসারের ধর্ম নিয়ে কেন জলঘোলা করা হচ্ছে? এ বিষয়ে জানতে চাওয়া হলে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন, “তিনি সমীর ওয়াংখেড়ে কোনও ধর্মের মানুষ তা নিয়ে চিন্তিত নয়। সমীর কীভাবে ভুয়ো শংসাপত্র দেখিয়ে এনসিবি অফিসার হয়েছেন, সেই দুর্নীতি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন।”

]]>
Mumbai: মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সমীর ওয়াংখেড়ের স্ত্রীর https://ekolkata24.com/uncategorized/sensational-allegation-against-minister-nawab-malik-is-from-sameer-wankhedes-wife Mon, 01 Nov 2021 07:36:51 +0000 https://www.ekolkata24.com/?p=9899 News Desk, Mumbai: শাহারুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করার পর খবরের শিরোনামে এসেছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টরে সমীর ওয়াংখেড়ে। কিন্তু সমীরের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সমীর মন্ত্রীর করা অভিযোগকে আদৌ পাত্তা দেননি। যে কারণে তিনি কোনও পালটা প্রতিক্রিয়া জানাননি।

তবে সমীরের স্ত্রী ক্রান্তি কিন্তু আর চুপ করে থাকলেন না। সোমবার এক বিবৃতিতে ক্রান্তি বলেছেন, নবাব রীতিমতো তাঁদের হুমকি দিচ্ছেন। তাঁর স্বামী এবং পরিবারের নিরাপত্তা বিপন্ন। তাই মুম্বই পুলিশের কাছে ক্রান্তি নিরাপত্তার দাবি জানিয়েছেন। মন্ত্রীর বিরুদ্ধে সমীরের স্ত্রী আরও অভিযোগ করেছেন, কয়েকদিন আগে তিনজন অজ্ঞাতপরিচয় লোক তাঁদের বাড়ির বাইরে রেকি করে গিয়েছে। এই সব লোকজন কখন কী করবে তা আগে থেকে বোঝা মুশকিল।

ক্রান্তি আরও বলেছেন, আমার স্বামীর বিরুদ্ধে যারা বিভিন্ন অভিযোগ করছে এবার তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। আমরা পুলিশকে সিসিটিভির ফুটেজ দেব। সেখানেই পুলিশ দেখতে পাবে আমাদের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় লোকজন ঘোরাঘুরি করছে। কেন করছে সেটা জানা দরকার। আমাদের পরিবারের নিরাপত্তা আশঙ্কার মুখে। পুলিশের উচিত আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। কারণ আমার বাচ্চারা ছোট।

অন্যদিকে মুম্বইয়ের প্রমোদতরী থেকে ধৃত অমিত কুমার নামে এক অভিযুক্তকে এদিন জামিন দিয়েছে বিশেষ আদালত। তার আগে বিশেষ আদালত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছে। আদালত বলেছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কাউকে মাদক সরবরাহ যুক্ত এটা বলা যায় না। হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর নির্ভর করে কখনওই আরিয়ান বা তার বন্ধুদের মাদক সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা যায় না। কাউকে মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করতে হলে তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ থাকা দরকার। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কখনওই কাউকে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত বলা যায় না।

উল্লেখ্য, আরিয়ান, আরাবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন গত সপ্তাহেই মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট। সোমবার মাদক কাণ্ডে ধৃত আরও ৯ অভিযুক্তকেও জামিন দিল বিশেষ আদালত। বিশেষ আদালতের বিচারক ভিভি পাতিলের এই মন্তব্যে নিশ্চিত ভাবেই বিপদে ফেলবে এনসিবিকে। কারণ তদন্তকারী সংস্থা আরিয়ান-সহ অন্যদের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছিল।

]]>
Aryan Khan Case: ফোন ট্যাপ করে ফাঁসানোর চক্রান্ত করছেন NCB কর্তা সমীর, মন্ত্রীর অভিযোগ https://ekolkata24.com/entertainment/aryan-khan-case-nawab-malik-accuses-sameer-wankhede-of-illegal-phone-tapping Tue, 26 Oct 2021 13:14:15 +0000 https://www.ekolkata24.com/?p=9239 News Desk: মুম্বইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ডের জল ক্রমশ ঘোলা হচ্ছে। যার কেন্দ্রে রয়েছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। খবরের শিরোনামে উঠে এসেছে সমীরের নাম। ঘুষ নেওয়া থেকে শুরু করে একের পর এক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক অভিযোগ করলেন, সমীর আইন বহির্ভূতভাবে বহু ব্যক্তির ফোন ট্যাপ করেছেন। যার মধ্যে রয়েছেন বলিউড তারকারা।

এনসিবির জোনাল হেড সমীর একজন সৎ এবং দক্ষ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। যে কারণে আরিয়ান খান মামলায় এই তদন্তকারী অফিসার যথেষ্ট ব্যাকফুটে। সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে আদালতেও গিয়েছেন তিনি। এই মানুষটিকে নিয়ে এখন একের পর এক অভিযোগ সামনে আসছে।

অনেকেই বলছেন, কেন্দ্রের মোদী সরকারের ইশারাতেই বিভিন্ন জরুরি বিষয় থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই এনসিবি আরিয়ানকে নিয়ে পড়েছে। এদিন নবাব অভিযোগ করেন, সমীর নিয়মিত বলিউড তারকাদের ফোন ট্যাপ করতেন। এমনকী, তাঁর মেয়ে নিলোফারের কললিস্টও চেয়ে পাঠিয়েছিলেন। তবে মুম্বই পুলিশ সেটা তাঁকে দেয়নি। তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়েছে বলে নবাব দাবি করেন।

নবাব আরও বলেন, এনসিবির এক অফিসার নিজের নাম গোপন করে তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে ২৬টি মামলার কথা তাঁকে জানানো হয়েছে। ওই সমস্ত মামলাগুলির মধ্যে কয়েকটিতে বলিউড তারকারা জড়িত। ওই সমস্ত মামলাগুলির তদন্ত সমীর যথাযথ প্রক্রিয়া মেনে করেননি। সমীর সবসময় চেষ্টা করেছেন বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দিতে। তাঁদের বিরুদ্ধে এজন্যই তিনি মিথ্যা অভিযোগ এনেছেন।

ওই চিঠিটি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পুলিশের ডিজি, এনসিবির শীর্ষ কর্তা এবং অন্যদের কাছেও পাঠিয়েছেন। একই সঙ্গে ওই মামলাগুলির যথাযথ তদন্তের দাবিও তুলেছেন নবাব। মন্ত্রীর আরও অভিযোগ, সমীর তাঁর নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়ে চলেছেন।

নবাব এদিন বলেন, আমি এনসিবির বিরুদ্ধে কোনও লড়াই করছি না। আমার লড়াইটা অন্যায় অবিচারের বিরুদ্ধে। একজন ব্যক্তি যিনি প্রতারণার মাধ্যমে চাকরি পেয়েছেন আমি সেই বিষয়টি সামনে আনতে চাইছি। সমীর তাঁর জন্মের ভুয়ো শংসাপত্র দিয়ে এনসিবির চাকরি পেয়েছেন।

নবাবের তোলা এই সমস্ত অভিযোগের কোনও জবাব দেননি সমীর। তবে, এদিন মুখ খুলেছেন তাঁর স্ত্রী। এদিন সমীরের স্ত্রী বলেন, আমার স্বামী কখনও কোনও অন্যায় কাজ করেন না। এ ধরনের চিঠির কোন সারবত্তা নেই। এসব অভিযোগের বিরুদ্ধে আমরা আদালতে যাব। যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন আদালতে তাদের সেগুলি প্রমাণ করতে হবে। আমরা কোটিপতি নই। আমরা আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। আমার স্বামী সমীর একজন অত্যন্ত সৎ, দক্ষ ও দায়িত্বশীল অফিসার। নবাবের পাঠানো চিঠিতে সম্পর্কে এনসিবির ডিরেক্টর জেনারেল অশোক জইন বলেছেন, তিনি একটি চিঠি পেয়েছেন এবং দেখেছেন। সব খতিয়ে দেখে এ ব্যাপারে তিনি নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবেন।

]]>
‘তাঁকে ভয় দেখানো হচ্ছে’-আদালতে হলফনামা দিয়ে জানালেন সমীর ওয়াংখেড়ে https://ekolkata24.com/uncategorized/he-is-being-intimidated-sameer-wankhede-said-in-an-affidavit-in-court Mon, 25 Oct 2021 09:49:13 +0000 https://www.ekolkata24.com/?p=9078 News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই তাঁকে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে ভয় দেখানো হচ্ছে। এমনকী, যেকোনো সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতে হলফনামা দেওয়ার পাশাপাশি এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ কমিশনারকে সমীর বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এইসব কাজ করছে। এমনকী, তাঁকে এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। সমীর যে এই প্রথম এমন দাবি করলেন তা নয়।

দিন দুয়েক আগে এনসিবির পক্ষ থেকেও আদালতে একটি হলফনামা দায়ের করা হয়। ওই হলফনামায় বলা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে যারা তদন্ত করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। কখনওবা সাক্ষীদের প্রভাবিত করে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা চলছে। এনসিবির ওই হলফনামা ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে।

রবিবার সমীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কিরণ পি গোসাভির দেহরক্ষী প্রভাকর সইল। তিনি বলেন, মাদক মামলায় ১৮ কোটি টাকা ঘুষ দেওয়া দেওয়া হচ্ছে। যার মধ্যে ৮ কোটি টাকা সমীরের কাছে যাবে বলে তিনি জানেন। শুধু তাই নয়, টাকা দেওয়ার সাক্ষী হিসেবে তাঁকে দিয়ে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী, তার প্রাণের ঝুঁকিও রয়েছে। প্রভাকরের যাবতীয় অভিযোগ সমীরের দিকেই। যদিও সমীর প্রভাকরের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সমীর।

]]>