Withdraw – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 12 Nov 2021 19:17:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Withdraw – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার পদ্ম সম্মান প্রত্যাহারের দাবি উঠল https://ekolkata24.com/uncategorized/withdraw-padma-shri-chorus-grows-after-kangana-ranaut-freedom-was-bheek-remark Thu, 11 Nov 2021 20:30:54 +0000 https://ekolkata24.com/?p=11116 নিউজ ডেস্ক: দুদিন আগে দেশের স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সদ্য পদ্ম পুরস্কার পেয়েছেন কঙ্গনা। ওই মন্তব্যের জেরে অভিনেত্রীর পদ্ম সম্মান প্রত্যাহারের দাবি উঠল।

কংগ্রেস, এনসিপি, শিবসেনা, আম আদমি পার্টির মত একাধিক দল কঙ্গনার পদ্মশ্রী সম্মান প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে শুধু বিরোধীরাই নয়, বিজেপির অন্যতম সহযোগী হিন্দুস্থান আওয়াম মোর্চাও এক্ষেত্রে বিরোধীদের সঙ্গে গলা মিলিয়েছে। গতকালই কঙ্গনার স্বাধীনতা সংক্রান্ত ওই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন গেরুয়া দলের তরুণ সাংসদ বরুণ (Varun Gandhi) গান্ধী।

উল্লেখ্য পদ্ম সম্মান পাওয়ার পর কঙ্গনা টেলিভিশন চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়নি স্বাধীনতার নামে আমরা যেটা বলে থাকি সেটা ছিল একটা ভিক্ষা। দেশ প্রকৃত স্বাধীন হয়েছে ২০১৪ সালে। কঙ্গনা বরাবরই বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। স্বাভাবিকভাবেই ২০১৪ সালে দেশের স্বাধীনতা প্রাপ্তির কথা বলতে গিয়ে তিনি দিল্লিতে নরেন্দ্র মোদির পথ চলার সূচনাকেই উল্লেখ করতে চেয়েছিলেন। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী। এবার দেশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে নতুন এক বিতর্কে জড়ালেন তিনি।

ওই মন্তব্যের জেরে কংগ্রেস নেতা আনন্দ শর্মা কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দেগেছেন। শুক্রবার আনন্দ বলেন, এ ধরনের সম্মান দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা উচিত কেন্দ্রের। যাকে পদ্মের মত এক অত্যন্ত দামি সম্মান দেওয়া হবে তাঁরা যাতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত না করেন সে বিষয়টি নিশ্চিত করা দরকার। অন্যদিকে কঙ্গনাকে সরাসরি আক্রমণ করেছেন এনসিপি নেতা নবাব মালিক (nabab malik)। নবাব বলেছেন, তার মনে হয় কঙ্গনা এই মন্তব্য করার আগে হিমাচল প্রদেশের বাড়িতে বসে মালানা ক্রিম (malana creem) সেবন করেছিলেন। উল্লেখ্য মালানা ক্রিম হল হিমাচলের এক ধরনের গ্রামে তৈরি মাদক।

]]>
Farm Law: ২৬ নভেম্বর পর্যন্ত মোদি সরকারকে সময় দিলেন কৃষক নেতা টিকায়েত https://ekolkata24.com/uncategorized/bku-leader-rakesh-tikait-gives-centre-nov-26-deadline-to-withdraw-farm-law Mon, 01 Nov 2021 10:56:28 +0000 https://www.ekolkata24.com/?p=9939 News Desk, New Delhi: বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার জন্য নরেন্দ্র মোদি সরকারকে ২৬ নভেম্বর পর্যন্ত সময় দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে কেন্দ্র যদি বিতর্কিত তিন আইন নিয়ে কোনও পদক্ষেপ না করে তবে কৃষক আন্দোলনের মাত্রা বহুগুণ বাড়বে বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন এই কৃষক নেতা।

সোমবার টিকায়েত টুইট করে জানিয়েছেন, আমরা তিন কৃষি আইন বাতিল করার জন্য মোদি সরকারকে ২৬ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যে সরকার যদি কোন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে ২৭ নভেম্বর সকাল থেকেই আমরা আরও দ্বিগুন উৎসাহে পথে নামব। ২৭ নভেম্বর বিভিন্ন গ্রাম থেকে ট্রাক্টরে করে দিল্লির সীমান্তে প্রতিবাদস্থলের কাছে আসবেন হাজার হাজার কৃষক। হাজার হাজার কৃষকের জমায়েত হবে সেখানে। মোদি সরকারের বিরুদ্ধে এক জোরদার আন্দোলনের সাক্ষী হবে গোটা দেশ।

গতবছর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নতুন তিন কৃষি আইন তৈরি করে। সরকারের দাবি, কৃষকদের আয় বাড়াতে এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন করতেই এই নতুন আইন করা হয়েছে। যদিও কৃষকরা সরকারের ওই দাবি উড়িয়ে দিয়েছেন কৃষকদের পাল্টা দাবি, মোদি সরকারের এই আইন তাদের ক্ষতি করবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হলে কৃষক সম্প্রদায় চরম ক্ষতির মুখে পড়বে। কিন্তু তার পরেও কৃষি আইন বাতিল করার কোনও চিন্তাভাবনাই দেখায়নি মোদি সরকার। ঘটনার জেরে দীর্ঘ প্রায় এক বছর ধরে দিল্লির সীমান্ত এলাকায় কৃষকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সরকারের সঙ্গে একাধিকবার কথা হল কোনও সমাধানসূত্র মেলেনি। ঘটনার জেরে সংযুক্ত কিষান মোর্চার নেতা টিকায়েত নতুন করে কেন্দ্রকে ওই তিন আইন বাতিল করার সময়সীমা বেঁধে দিলেন। কিছুদিন আগে আদালতের নির্দেশে দিল্লি পুলিশ সীমান্তে কৃষকরা যে সমস্ত তাঁবু খাটিয়েছিলেন সেগুলি সরিয়ে দেয়। ওই ঘটনায় পাল্টা হুমকি দিয়ে টিকায়েত বলেছেন, জোর করে কৃষকদের সীমান্ত থেকে সরানোর চেষ্টা হলে তারা গোটা দেশে সব সরকারি অফিসের সামনে অবরোধ করবেন।

টিকায়েত এদিন সাফ জানান, তাঁরা নরেন্দ্র মোদি সরকারের কাছে বেশী কিছু চাইছেন না। তাঁরা চাইছেন, নতুন তিন কৃষি আইন বাতিল করা হোক। কারণ এই তিন আইন চালু থাকলে ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থাটাই উঠে যাবে। ফলে তাঁদের বহুজাতিক সংস্থার কব্জায় পড়তে হবে। কৃষকদের আয় বাড়া তো দূরের কথা, বরং তাঁরা বহুজাতিক সংস্থার কেনা গোলামে পরিণত হবেন। তাই সরকারকে এই তিন আইন বাতিল করতে হবে। এখন দেখার কেন্দ্র ও কিষান নেতাদের এই উত্তেজক লড়াইয়ের পরিণতি কী হয়।

]]>