ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান (ATK Mohun Bagan) নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ২-১ গোলে জেতায় ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবলে প্রীতম কোটালরা এখন তিন নম্বরে।
ISL টুর্নামেন্টে সবুজ মেরুন শিবিরের পরের দুটো ম্যাচ এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। হায়দরাবাদ এখন লিগ টপার আর এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসিকে যুবভারতীতে হারিয়েছে এবং ISL পয়েন্ট টেবলে ৪ নম্বরে।পয়েন্টের বিচারে সবুজ মেরুন শিবির ১০ আর এফসি গোয়া এক পয়েন্ট কম নিয়ে লিগ টেবলে চার নম্বরে।ফলে গোল পার্থক্য কিংবা ম্যাচের রেজাল্টে পয়েন্টের হেরফের হলেই ATKমোহনবাগান নীচের ধাপে নেমে আসবে।
তাই সবুজ মেরুন ভক্তদের আশ্বস্ত করতে মঙ্গলবার ATKমোহনবাগান দলের খেলোয়াড় মনবীর সিংর পারফরম্যান্সকে সামনে এনেছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”ক্লাবের হয়ে ৫০ টি হিরো আইএসএলে উপস্থিতিতে, মনভীর সিং ১৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন!
সবুজ এবং মেরুন, মাধ্যমে এবং মাধ্যমে! “
In 50 Hero ISL appearances for the club, Manvir Singh has notched up 14 goals and 5 assists!
Green and maroon, through and through!
pic.twitter.com/kiILkqZGYJ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 15, 2022
মেরিনার্সরা দুরন্ত ফর্মে থাকার কারণে ভক্তরা লিগ টপার হওয়ার স্বপ্ন দেখছে।তবে লিগ টপার হতে গেলে গঙ্গা পাড়ের ক্লাবকে নিজেদের খেলাগুলো জিততে হবে।ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো সমর্থকদের আবেগ ভালোই বোঝেন,তাই তার সাফ কথা,” প্রতিটি ম্যাচ আলাদা। “
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: মনবীর সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস