<

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের দিকে তাকিয়ে আছে জামশেদপুর এফসি

Jamshedpur FC

রবিবার জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি। এইডে বুথরয়েডের দল আইএসএলে তিনটে খেলায় হেরে গিয়েছে এবং ইংলিশম্যান তার খেলোয়াড়দের ঘরের মাঠে খেলার এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে আইএসএল টেবলে ইস্টবেঙ্গল এফসিকে টপকাতে চাইবে। স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা আইএসএল পয়েন্ট টেবলে আট নম্বরে এবং ইস্পাত নগরীর টিম ন’নম্বরে। উভয় দল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের দিকে তাকিয়ে আছে জামশেদপুর এফসি

Jamshedpur FC

রবিবার জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি। এইডে বুথরয়েডের দল আইএসএলে তিনটে খেলায় হেরে গিয়েছে এবং ইংলিশম্যান তার খেলোয়াড়দের ঘরের মাঠে খেলার এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে আইএসএল টেবলে ইস্টবেঙ্গল এফসিকে টপকাতে চাইবে।

স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা আইএসএল পয়েন্ট টেবলে আট নম্বরে এবং ইস্পাত নগরীর টিম ন’নম্বরে। উভয় দল চাইছে তিন পয়েন্টের জোরে পয়েন্ট টেবলে উন্নতি ঘটাতে।এই কারণে রবিবারের ম্যাচ হাড্ডাহাডি হতে চলেছে।

লাল হলুদ শিবির গ্রাউণ্ড এবং জিম সেশনে চুটিয়ে অনুশীলন করে চলেছে। প্রতিপক্ষকে হারাতে কোনও খামতি রাখতে নারাজ রেড এন্ড গোল্ড বিগ্রেড। অন্যদিকে,ইশান পণ্ডিতরা লাল হলুদ শিবিরের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে।ইস্পাত নগরী দল নিজেদের অস্ত্রে শান দিয়ে চলেছে হাওকিপদের বল যুদ্ধে হারানোর জন্যে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের দিকে তাকিয়ে আছে জামশেদপুর এফসি