<

লালগড়ে দেয়াল লিখছেন সালকু সোরেনের মা, আটকানোর ক্ষমতা নেই তৃণমূলের

মাওবাদীরা সালকু সোরেনের মৃতদেহ পচিয়ে পচিয়ে ফেলে রেখেছিল। সংবাদমাধ্যমে সেই দৃশ্য দেখে শিহরিত হয়েছিলেন রাজ্যবাসী। বাম জমানার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহস হয়নি সিপিআইএম (cpim) সমর্থক সালকুর পোকায় কাটা দেহ মাওবাদী তথা জনসাধারণ কমিটির ঘেরাটোপ থে…

মাওবাদীরা সালকু সোরেনের মৃতদেহ পচিয়ে পচিয়ে ফেলে রেখেছিল। সংবাদমাধ্যমে সেই দৃশ্য দেখে শিহরিত হয়েছিলেন রাজ্যবাসী। বাম জমানার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহস হয়নি সিপিআইএম (cpim) সমর্থক সালকুর পোকায় কাটা দেহ মাওবাদী তথা জনসাধারণ কমিটির ঘেরাটোপ থেকে উদ্ধার করে আনার। জঙ্গলমহলে তখন অচল পশ্চিমবঙ্গ সরকার তথা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর প্রশাসন। সেখানে চলছিল সমান্তরাল মাওবাদী প্রশাসন। পঞ্চায়েত ভোটের […]