ঢাকা: মাদক মামলায় জেল খেটে জামিনে মুক্ত বাংলাদেশ ও টলিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে বিস্ফোরক মন্তব্য করলেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। তিনি বলেন,”যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত।”
গত ৪ আগস্ট ঢাকার অভিজাত এলারা বনানীর ফ্ল্যাট থেকে পরীমনিকে আটক করে র্যাব। এ সময় পরীমনির ফ্ল্যাটে বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। সেই মামলায় জেলে যান পরীমণি। পরে জামিনে মুক্তি পান। এখন মামলাটির হাজিরা দিচ্ছেন।
এই মাদক মামলার সঙ্গেই পরীমণির বিরুদ্ধে বিকৃত যৌন কারবার ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনা হয়েছে। নিষিদ্ধ মাদক ইয়াবা কারবারে তিনি জড়িত বলে মামলায় দেখানো হয়েছে।
মাদক মামলায় জড়ানোর আগে আচমকা পরীমণি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তাঁকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তথা শীর্ষ নেতা নাসিরউদ্দিনকে আটক করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। তিনিও পরীমণির বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন।
তাৎপর্যপূর্ণ, এর পরেই পরীমণি মাদক মামলায় জড়ান। ঢাকা মহানগর পুলিশের তদন্তে উঠে এসেছে পরীমণির মাদক কারবারের জাল কলকাতায় টলিউডে ছড়িয়ে আছে।