Sports Desk: টি-২০ বিশ্বকাপে সুপার১২ নক আউটে রবিবার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে খেলবে কিনা তা চূড়ান্ত হয়ে যাবে রবিবাসরীয় মেগা ডুয়েলে।
এবার এই মেগা ডুয়েলের আচ এসে পড়লো ভারতের বলিউডে। বলিউডের শাহেনশা অভিনেতা অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন।
পোস্টে বিগ ‘বি’ অমিতাভ বচ্চন লেখেন, “T 4088- T20 ICC বিশ্বকাপে আগামীকাল NZ বনাম AFG খেলার ফলাফল যাই হোক না কেন ..
মনে রাখবেন.. আমরা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর করেছি; কেএল রাহুল দ্রুততম ৫০ রান করেন; এবং আমরা প্রতিপক্ষ দলকে পরাজিত করেছি, রেকর্ড 6+ ওভারে ..🇮🇳।”
টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারত (India) স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে। ভারত (India) অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয় নেট রান রেটে (NRR) ভালো পজিশনে থাকার জন্য।
ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত ক্লিক করেছে শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে। ভারত(India) নেট রান রেটে (NRR) এখন +1.62, আফগানিস্তান (Afganistan) +1.48, নিউজিল্যান্ড(New Zealand) +1.27। ভারত (India) নেট রান রেটে গ্রুপ দুই’তে ভালো পজিশনে।
<
p style=”text-align: justify;”>৭ নভেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) খেলা আফগানিস্তানের (Afghanistan)বিরুদ্ধে। এই ম্যাচে আফগানিস্তান (Afghanistan) যদি নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দেয়, তাহলে ভারতের (India) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তায় কোনও বাধা থাকবে না। তাই গোটা টিম ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট ভক্তরা নিউজিল্যান্ড (New Zealand) বনাম আফগানিস্তান (Afghanistan) ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে, ৭ নভেম্বরের জন্য, “কি হয় কি হয়, কি জানি কি হয়…”