বায়োস্কোপ ডেস্ক: তৃণমূলের যোগদানের পর প্রথম প্রকাশ্যে একমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriya)। বুধবার দলীয় মুখপত্রের পুজোসংখ্যা প্রকাশনা অনুষ্ঠানে ‘জাগো দুর্গা’ (Jago Durga) এর সুরে মুখ্যমন্ত্রী গলা মেলালেন বাবুল সুপ্রিয়ের সঙ্গে।
কেবল বাবুল সুপ্রিয়ই নয়, ইন্দ্রনীল সেন ও নচিকেতার সাথেও সুরে সুর মিলিয়ে গান গাইলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন সমাবেশে আমোদ আহ্লাদের পাশাপাশি তুলে আনলেন লখিমপুরে কৃষক হত্যার ঘটনাও। প্রসঙ্গত, গত মঙ্গলবার লখিমপুরে নিহত কৃষক পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন সাংসদরা।
বুধবার জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নজরুল মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ বাবুল সুপ্রিয়, তৃণমূলের সাধারণ রাজ্য সম্পাদক কুনাল ঘোষ ও আরো অনেকে। অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দেখতে হবে হিন্দি গানের পাশাপাশি বাংলা গানের ও কিভাবে উন্নতি করা যায়।”
অনুষ্ঠানে বেশ খোশ মেজাজেই দেখা যায় ভবানীপুর কেন্দ্র থেকে সদ্য বিজয়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বঙ্গ সংস্কৃতি ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করার পরে তিনি খোশমেজাজে জাগো দুর্গা গানের তালে তাল মেলালেন নচিকেতা ও বাবুল সুপ্রিয়দের সাথে। যদিও গান করতে গিয়ে বেশ খানিকটা হোঁচট খেতে হয় মুখ্যমন্ত্রী কে। শেষ পর্যন্ত ইন্দ্রনীল সেন মোবাইল দেখে গানটি করার চেষ্টা করেন।
অনুষ্ঠানে অন্যায় ভাবে লখিমপুরে কৃষক হত্যার ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সূত্র মাধ্যমে জানা যায় এখনো পর্যন্ত তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল যারা নিহত কৃষক পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করতে পেরেছে। জানা যায়, পরিচয় গোপন করে ঘুরপথে নিহতদের বাড়িতে যান সমবেদনা জানাতে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা।