নিউজ ডেস্ক: মাদক মামলায় জেল খেটে এখন জামিনে বাইরে আছেন বাংলাদেশ (Bangladesh) ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)। এবার আদালতে ধাক্কা খেল ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা পরীমণির ল্যাপটপ সহ আনুষাঙ্গিক আরও জিনিষপত্র ফেরতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
পুলিশ বাজেয়াপ্ত করেছিল হ্যারিয়ার গাড়ি, দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, মেমোরি কার্ড একটি, পেনড্রাইভ একটি, একটি মডেম, মাই স্টাইক একটি, দুই ব্যাংকের দুটি ভিসা কার্ড, একটি গোল্ড কার্ড এবং দুটি পাসপোর্ট। সবকিছু পরীমণিকে ফেরত দিতে বলেছে আদালত।
ইয়াবা সব বিভিন্ন মাদক পাচার ও বিকৃত যৌন ব্যবসায় জড়িয়েছেন পরীমণি। ঢাকায় বনানী এলাকায় তাঁর ফ্ল্যাটে পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানের পর বিপুল মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই মামলায় জেলে যান পরীমণি।
পরীমণির মাদক কারবার বাংলাদেশ ও বিভিন্ন দেশে ছড়িয়ে বলে জানায় ঢাকার পুলিশ। তদন্তে উঠে আসে পরীমণির মাদক জাল কলকাতার টলিউডেও ছড়ানো। তবে এই বিষয়ে বেশিকিছু বলতে চায়নি পুলিশ।
জামিনে মুক্তি পেয়ে পরীমণি জানান, তিনি খেলতে প্রস্তুত। এই মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে তিনি ফ্ল্যাট বদল করেছেন। নিজের সিনেমার প্রচার শুরু করেছেন।
আইনজীবী মারফত পরিমণি বাজেয়াপ্ত করা জিনিষপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার তিনি আদালতে আসেন। তাঁর উপস্থিতিতে ফের চাঞ্চল্য ছড়ায়। পরিমণি আগেই জানিয়েছেন তিনি আক্রান্ত হতে পারেন, জীবন সংশয়। ফলে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।
সম্প্রতি পরীমণি সাংবাদিক সম্পন্ন করে অভিযোগ করেছিলেন, তাঁকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। তাঁর অভিযোগের কেন্দ্রে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন। তিনি জেলে যান। পরে জামিনে মুক্তি পেয়ে মানহানির মামলা করবেন বলে জানান। এর পরেই পরীমণি জড়ান মাদক মামলায়।