13 C
London
Saturday, June 3, 2023
Homeবায়োস্কোপপ্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার, শোকস্তদ্ধ দেশের ক্রিকেট মহল

Latest Posts

প্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার, শোকস্তদ্ধ দেশের ক্রিকেট মহল

- Advertisement -

Sports desk: শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার (Puneet Rajkumar)। অভিনেতাকে মাত্র ৪৬ বছর বয়সে শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আম জনতার কাছে ‘আপ্পু’ নামে পরিচিত, তার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিয়জনেরা তাদের সমবেদনা জানাতে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করেছে।

প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং’র মত ব্যক্তিরা টুইটারে সমবেদনা জানিয়ে পোস্ট করে। কুম্বলে বলেছেন, “#পুনিতরাজকুমারের প্রয়াণে মর্মাহত এবং গভীরভাবে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রত্ন হারিয়েছে। আমার দেখা সেরা মানুষের একজন। এত প্রাণবন্ত এবং বিনয়ী। খুব শীঘ্রই চলে গেলেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য মানুষের ভক্তের প্রতি সমবেদনা।”

- Advertisement -

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ টুইটে লেখেন,”#পুনিতরাজকুমারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। উষ্ণ, এবং বিনীত, তাঁর মৃত্যু ভারতীয় সিনেমার জন্য একটি বড় আঘাত। তাঁর আত্মা সদগতি লাভ করুক। “

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্পিনার হরভজন সিং টুইট করেছেন, “শুনে হতবাক হয়েছি #পুনিতরাজকুমার আর নেই.. জীবন এতটাই অপ্রত্যাশিত। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা .. ওয়াহেগুরু।”

প্রয়াত অভিনেতা তার স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন, প্রবীণ অভিনেতা রাজকুমারের পুত্র ছিলেন এবং পাওয়ার স্টার, রাম, মৌর্য, অঞ্জনি পুত্র ইত্যাদিতে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। পুনিত রাজকুমার একজন গায়ক, নৃত্যশিল্পী এবং টিভি উপস্থাপক হিসেবেও জনপ্রিয় ছিলেন।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss