🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

দেবের এবার ডাকাত রূপ, ঝড়ের গতীতে ভাইরাল আগামী ছবির পোস্টার

By Entertainment Desk | Published: November 11, 2021, 7:05 pm
dev
Ad Slot Below Image (728x90)

পুজোতে মুক্তি পেয়েছে দেবের ছবি গোলন্দাজ। বক্সঅফিসে আবারো আলোর পথ দেখল টলিউড। পুজোর মেজাজে পরপর পাঁচ ছবি মুক্তি পেতেই দর্শক আবারো হলে ফিরেছেন। যার ফলে সিনে দুনিয়া আরও একবার নড়েচড়ে বসে, ছবি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। বর্তমানে টলিউডের ব্যস্ততম নায়ক এর মধ্যে অন্যতম হলেন অভিনেতা সাংসদ দেব।

চলতি বছরের নির্বাচন সামলানোর পর থেকেই ছবির কাজে হাত দিয়েছেন তিনি। টনিক ছবি ইতিমধ্যেই তৈরি হয়ে বসে রয়েছে। করোনার কবিতার মুক্তি এখনো পর্যন্ত ঘোষণা না করলেও টেলিভিশনে মুক্তি পেয়ে গেছে দেব প্রযোজনার ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। এরই মাঝে কিসমিস ছবির শুটিং শেষ করেছেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল দেবের আগামী ছবির মোশন পোস্টার। ছবির নাম রঘু ডাকাত। এককথায় ডাকাত বলতে ঠিক যা বোঝায়, এই ছবি পরতে পরতে জড়িয়ে থাকবে তেমনই এক চরিত্র। সদ্য এই ছবি ঘিরেই উত্তেজিত দেবের ভক্ত মহল। প্রকাশ্যে আসেনি দেবের লুক, কিন্তু দেবের শরীরী গড়নে নজর কেড়েছে এই ছবির প্রথম পোস্টার। বর্তমানে আইসল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন দেব। সঙ্গে রয়েছেন রুক্মিণী। বলিউডের সনক ছবির মুক্তি পাওয়ার পর খানিকটা ছুটির মেজাজে রুক্মিণী। অন্যদিকে দেব তারপর বেশ কয়েকটা ছবির কাজ সেরে এখন গা ভাসিয়েছেন ছুটির মেজাজে।

সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন দেব। বরফে মোড়া উত্তর মেরু। অ্যাডভেঞ্চার ট্রিপের মাঝে রঙিন স্টার দেব যেন আরও একবার সকলকে তাক লাগালেন নানান ফ্রেমে পার্ফেক্ট পোজে। তবে খুব একটা বেশি নজরে এলেন না রুক্মিনী। এখন দেখার ট্রিপ সেরে ফিরেই দেব পরবর্তী ছবি রঘু ডাকাতের কাজে কবে হাত দেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles