10.7 C
London
Thursday, March 30, 2023
Homeবায়োস্কোপনীলের জন্যই বদলে গেল কৃষ্ণকলির সময়

Latest Posts

নীলের জন্যই বদলে গেল কৃষ্ণকলির সময়

- Advertisement -

বায়োস্কোপ ডেস্ক: ‘নীল’ আলোতে ধারাবাহিক জগতে নতুন চমক। এক অদ্ভুত ঘটনা। যা আগে কোনদিন ঘটেনি। একইসাথে একই চ্যানেলে দুটি সিরিয়ালের লিড চরিত্রে অভিনয়! এও কি সম্ভব?

সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে আপনাদের সবার প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। ‘কৃষ্ণকলি’র নিখিল এবার হয়ে উঠবে ‘উমা’র অভিমুন্য। তবে ঘাবড়ানোর কিছু নেই। কৃষ্ণকলির থেকে সরে গিয়ে তারপর ‘উমা’র অভিমন্যু চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন নীল, এমনটা একবারও ভাববেন না। যদিও বিগত কয়েকদিন ধরে নীলকে প্রত্যেকদিন দেখা যায়নি কৃষ্ণকলি ধারাবাহিকে। তবুও মন ভাঙার কিছু নেই। আসলে নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন তিনি সঙ্গে একটু ভ্যাকেসন মুডেও বেরিয়ে পড়েছিলেন তিনি। তবে এবার আবার ‘ব্যাক টু ওয়ার্ক’।ঠিক যেমনভাবে আপনারা এতদিন ‘কৃষ্ণকলি-তে নিখিল কে পেয়েছিলেন তেমনভাবেই পাবেন।

- Advertisement -

অন্যদিকে ‘উমা’তে অভিমুন্য হিসেবেও আপনারা পাবেন নীলকে (Neel Bhattacharya)। বাংলা কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে বাংলা ধারাবাহিক জগতে এক সাহসী পদক্ষেপ। একজন অভিনেতাকে দর্শকদের সামনে একই দিনে দুবার দুটি চরিত্রের অবতীর্ণ করা খুব একটা সহজ কথা ছিল না। সঙ্গে কথাও ভুললে চলবেনা এই কর্মযজ্ঞ নীল এর জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সময়ের স্রোতে কৃষ্ণকলিতে নিখিলের বয়স বেড়েছে, পাক ধরেছে চুলে, দাড়িতে৷ 

Neel Bhattacharya and Trina Saha

অন্যদিকে অভিমুন্য পুরোদস্তুর কর্পোরেট বিজনেসম্যান। চোখে একরাশ দুর্দমনীয় স্বপ্ন নিয়ে হ্যান্ডসাম হাংক। সবথেকে বড় মজার ঘটনা খুবই কম সময়ের দূরত্বেই জি বাংলায় মিলকে দেখা যাবে দুটি ভিন্ন চরিত্রে কারণ কৃষ্ণকলির জায়গায় এবার থেকে দেখা যাবে উমা ধারাবাহিকটি। আর কৃষ্ণকলি দেখা যাবে সন্ধে ছ’টায়। এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন নীল ভট্টাচার্য্য অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) সঙ্গে। বিয়ের পরেই নিজের জীবনের নতুন অধ্যায় কে কীভাবে দেখছেন নীল প্রশ্ন উঠতে অভিনেতা জানালেন, তার কাছে তৃণা লাকি চার্ম। তাই তৃণার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য একটি দারুন সারপ্রাইজ অপেক্ষা করে আছে নীল এর তরফ থেকে। সময়ের ব্যস্ততার সঙ্গে নিজের স্ত্রী এবং পরিবারকে সময় দিতে ভোলেন না অভিনেতা। তাই যতই ব্যস্ত থাকুক না কেন নিজের পরিবারের ওপর ভরসা রেখে তিনি জানালেন, নিজের পরিবার পরিজনকে কিভাবে সুখী রাখতে হয় তা তিনি জানেন এবং তার পরিবারও যথেষ্ট কোঅপারেটিভ।

Neel Bhattacharya

নীল তৃণা জুটির প্রচুর ফ্যান পেজ আছে সোশ্যাল মিডিয়া জুড়ে। দুজনেই মাঝেমধ্যেই রিলে দারুন গানের সঙ্গে মজার আবার কখনো রোমান্টিক ভিডিওতে ধরা দেন তাদের দর্শকের কাছে। তবে মজার ব্যাপার বর্তমান সময়ে যেখানে রিলস্ প্রচারের একটি অঙ্গ হয়ে উঠেছে সেখানে অনেক দিন আগে থেকেই কিন্তু এই দুই তারকা শুধুই নিজেদের ভালোলাগার জন্য এই মিউজিক্যাল মুডে থাকতেন। বলা যায়, ‘হোয়াট নীল-তৃণা থিংকস টুডে, আদার্স থিংক টুমরো।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss