বায়োস্কোপ ডেস্ক: ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi) যে কোন পুরুষের কাছেই কার্যত ক্রাশ৷ যতদিন যাচ্ছে নোরার টি আর পি যেন তর তর করে বেড়েই চলেছে৷ একদিকে তার ডান্স যেমন আম জনতার মন জয় করেছে৷ অন্যদিকে, স্বপ্ল পোশাকের নোরা যেন পুরুষ মনে আগুন ঝড়াচ্ছে৷
এবার তার আরও কিছু ছবি এবং একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে৷ আর সেই ছবিগুলো থেকে রীতিমতো আগুন ছড়িয়ে পড়ছে৷ ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোলাবার এলাকার রাজপথে নোরা৷ তার পরনে দুধ সাদা স্বল্প পোশাক৷ যে পোশাকের কাপড়ে নোরার শরীর কোনভাবেই ঢাকছে না৷ একই সঙ্গে রীতিমতো উন্মুক্ত বক্ষ৷ এই পোশাকে তিনি নানা পোজ দিয়ে একাধিক ছবি তুলেছেন৷ আর সেই দৃশ্য দেখে মুম্বইয়ের রাজপথ যেন থমকে পড়েছে৷ রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমে পড়ে হট নোরাকে দেখতে৷
একই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তার এক সহকর্মীর সঙ্গে গান করছেন৷ পরনে সেই দুধ সাদা স্বল্প পোশাক৷ তাতেও তার উন্মুক্ত বক্ষ স্পষ্ট দেখা যাচ্ছে৷ এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ারে বন্যা বইয়ে গিয়েছে৷ এই ভিডিওটি তোলা হয় মুম্বইয়ের তাজ হোটেলের সামনে৷
কেউ কেউ টুইটারে সেই ছবি পোস্ট করে লিখেছেন, কোলাবার রাস্তা গরম হয়ে উঠছে ৷ আর এরজন্য সম্পূর্ণ দায়ী নোরা ফাতেহি৷ আবার কেউ লিখেছেন, তিনি (নোরা) আজকের দিনটাতে আগুন ধরিয়ে দিয়েছেন৷ একজন ফ্যান লিখেছেন East or west #NoraFatehi is best৷ সব মিলিয়ে একদিকে যেমন তিনি ফ্যানের মনে আগুন ধরিয়েছেন৷ অন্যদিকে তাঁর এই দুধ সাদা পোশাকে ছবিও সোস্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছেন৷