Raj-Shubashree: মালদ্বীপে একান্তে ছুটি কাটাচ্ছেন রাজ-শুভশ্রী

277
Raj shubashree

বায়োস্কোপ ডেস্ক: মালদ্বীপে সুইমিং পুলে বিকিনি পরে গা ভাসিয়ে ছবি প্রকাশ করেছেন শুভশ্রী সোশ্যাল মিডিয়ায়। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। বর ছেলের সাথে এই মুহূর্তে একান্তে কিছুটা অবসর কাটাচ্ছেন নায়িকা। সকালে সুইমিং পুলের জলে গা ভাসিয়ে প্রাতরাশ সারার সেই ছবি মুহূর্তেই ভাইরাল হলো নেট দুনিয়ায়।

সপ্তাহের শেষে বাঙালি যখন পূজোর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত, এই সময়ে গাছ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী ছুটি কাটাচ্ছেন মালদ্বীপের সমুদ্র সৈকতে। বেশ কিছুদিন আগে ছেলে যুভানকে নিয়ে শহর ছাড়তে দেখা যায় তাদের। কর্মময় ব্যস্ত জীবনের থেকে কিছুটা রেহাই তারা খুঁজে নিলেন নীল জলের দ্বীপে। শুভশ্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন তাদের বেড়াতে যাওয়ার উষ্ণ মুহূর্তগুলো। শ্যাম্পেন সহযোগে ব্রিটিশ প্রাতরাশের ছবি ভাগ করে নিয়ে নায়িকা লিখেছেন, “যে জীবন ভালোবাসায় পূর্ণ, তা কখনো বিষন্ন হতে পারেনা”।

মা ছেলের এক সাথে কাটানো আনন্দময় মুহূর্ত গুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ চক্রবর্তীও। সমুদ্র সৈকতে ছোট্ট জুভানকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিকে নজর রাখছে জুনিয়র রাজ চক্রবর্তী। তার কাণ্ড দেখে আনন্দ পাচ্ছেন তারকা মা বাবা। সুখী পরিবারের ছুটি কাটানো মুহূর্ত দেখে উচ্ছাসে ফেটে পড়ছে ভক্তরাও।

কিছুদিন আগেই সুইম স্যুটে শুভশ্রীর উষ্ণ ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভেজা চুলে রিসর্টের জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলেন তিনি। এমনই ছোট ছোট আনন্দময় মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বিলাসবহুল রিসোর্টে তাদের তাক লাগানো সব মুহূর্তের ছবি দেখে উচ্ছাসিত তাদের অনুরাগীরা। আবার কখনো স্পীডবোটে ও পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। ভক্তরা মুখিয়ে আছেন তাদের সমস্ত ছোট বড় আনন্দময় মুহূর্তের খবর জানার জন্য। প্রসঙ্গত, শুভশ্রী এখন একটি বেসরকারি চ্যানেলে বিচারকের কাজে নিযুক্ত।