🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বলিউডে এসে যৌন হেনস্তার শিকার, কী কারণে যৌন হাতিছানিতে শার্লিন

By Entertainment Desk | Published: July 3, 2021, 9:00 am
Ad Slot Below Image (728x90)

বলিউডে পা রেখেই ভাইরাল, যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শার্লিন। তবে প্রথমে ছিলেন চুপ, ছিল না মিটু-র প্রভাব। তবে সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে শার্লিনের লাইফস্টাইল। চলতি বছরেই প্রায় ১৬ বছর পর নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বিস্ফোরণ ঘটানোর জন্য বেছে নিলেন সমাজ মাধ্যমকেই। একটি টুইটে জানিয়েছিলেন, সমস্যার কথা।

২০০৫ সালে তাঁকে নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছিলেন সাজিদ। ঘটনাটি যে সময়ের, তার দিন কয়েক আগেই বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, সাজিদের প্রযোজনা সংস্থার কাছ থেকে ডাক পেয়ে কাজের জন্যই দেখা করতে যান। আর সেখানেই অদ্ভূত অভিজ্ঞতা হয় শার্লিনের। অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘আমাকে দেখে পুরুষাঙ্গ প্রদর্শন করেন সাজিদ। বলেন স্পর্শ করে দেখতে।’

sharline

আর্থিক সমস্যাই ছিল শার্লিন চোপড়ার প্রথম দুর্বলতা। নিজেই জানিয়েছিলেন, যৌন জগতের হাতছানিতে সাড়া দেওয়ার এই একটাই কারণ। পরিস্থিতি পরিবার সামলাতে এই পথে পা বাড়ানো। যদিও নিজেকে সংযত করেই শার্লিন প্রতিটা পদক্ষেপ নিয়ে থাকেন বর্তমানে, তবে তাঁর সোশ্যাল পাতায় হট পোজ, ভক্তদের মনে শিহরণ জাগাতে বিন্দুমাত্র পিছু পা হয় না।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles