🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়কের এ কি হাল, রূপঙ্করের ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ

By Entertainment Desk | Published: November 17, 2021, 2:54 pm
rupankar
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক, কলকাতা- তুমি কেমন তুমি- গানটা আজও সকলের মনে তরতাজা। রূপঙ্কর বাগচীর কন্ঠে এই গান গোটা দেশের মন জয় করে রেখেছিল। যার জেরে হাতে উঠে এসেছিল জাতীয় পুরস্কার। কেবল একটা দুটো গান নয় অ্যালবাম থেকে শুরু করে একের পর এক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের এই গায়ক। ‘ও আমার বৌদি মনি কাগজওয়ালা’ আজও সকলের মুখে মুখে ফেরে।

রূপঙ্করকে স্টেজে দেখামাত্রই একের পর এক চিরকুটে গানগুলো ফিরে ফিরে আসে। ভরাট কন্ঠে ঘন্টার পর ঘন্টা সে গানগুলো দর্শকদের উপহার দিয়ে যেতে কখনো ক্লান্তি বোধ করেননি যে মানুষটি, আজ তিনি ভক্তদের অনুরোধ করলেন তাঁর গানকে বাঁচিয়ে রাখার জন্য।

কোথায় দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগৎ, যেখানে একটা শিল্পী যে একের পর এক হিট দিয়েছে তাকে কিনা একটা কাজের জন্য দরজা দরজায় ঘুরতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এদিন রূপঙ্কর বাগচী অস্বাভাবিক মনে হলেও এমন সত্য তুলে ধরলেন। সাফ জানিয়ে দিলেন আর মিলছে না কাজ, এক বড় সংস্থা মুখের উপর না জানিয়ে দিচ্ছে, তো অন্য সংস্থা গান গাইয়ে তা প্রচার করছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গানকে কীভাবে বাঁচিয়ে রাখা সম্ভব, নিজের আয়টাই বা কোথা থেকে আসবে তা ভেবে বেশ নাজেহাল গায়ক রূপঙ্কর বাগচী।

<

p style=”text-align: justify;”>তাই এবার ভক্তদের সাহায্য চাইলেন। তিন বছর আগে একটি ইউটিউব চ্যানেল খুলে ছিলেন যেখানে ভিডিও দিলেও খুব একটা সাড়া মিলছে না। শত শত মানুষ যে গায়ক কে এত যত্ন করেছে এত ভালোবাসা দিয়েছে আজ তারা কোথায়! একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা গান অবসর সময় শুনে ফেলালে যদি কারুর আয় হয় তাহলে রূপঙ্কর বাগচী সেটুকুই প্রার্থনা করলেন। সকলে মূল্যবান সময় ব্যয় করে যদি একটু তার চ্যানেলের পাশে থাকা যায়, সেটুকুই নতুন করে গান তৈরির প্রেরণা জোগাবে এই গায়ককে। বর্তমানে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলেই এক কথায় অবাক, রূপঙ্করের মুখে এই কঠিন বাস্তবের ছবিটা দেখে। 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles