18.5 C
London
Thursday, June 1, 2023
Homeবায়োস্কোপরাজনীতিতে পা রেখেই পুর-প্রার্থী হচ্ছেন ‘করোনা-হিরো’ সোনু সুদ

Latest Posts

রাজনীতিতে পা রেখেই পুর-প্রার্থী হচ্ছেন ‘করোনা-হিরো’ সোনু সুদ

- Advertisement -

নিউজ ডেস্ক: করোনাকালের মসিহায় পরিণত হয়েছেন অভিনেতা সোনু সুদ। যে কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে পৌঁছলেই সাহায্য করেছেন অভিনেতা। আর তাই নেটিজেনদের অনেকেরই দাবি, দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত সোনু সুদের। আর এবার হয়তো সেই জল্পনাই সত্যি হতে চলেছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হলেও রাজনীতিতে আসছেন সোনু সুদ। অন্তত মহারাষ্ট্রের কংগ্রেস পার্টি সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন: Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG!

- Advertisement -

কংগ্রেস বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় এবং মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে বিশেষ কৌশল নিয়েছে কংগ্রেস। দল রাজ্যের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছে যে নির্বাচনের আগে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, অভিনেতা রিতেশ দেশমুখ, মিলিন্দ সোমন এবং করোনা সময়কালে মানুষকে সাহায্য করার জন্য মন জয় করা অভিনেতা সোনু সুদের নামও মেয়রের জন্য বিবেচনা করা হবে।

যদিও এই তিনজনের কেউই কংগ্রেসের সদস্য নন। ২৫ পৃষ্ঠার প্রস্তাবটি নগর কংগ্রেস সচিব গণেশ যাদব সামনে আনলেও এখনও আনুষ্ঠানিকভাবে দলের নেতাদের কাছে তা উপস্থাপন করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তাবপত্রটি অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির (AICC) মহারাষ্ট্রের ইনচার্জ এইচ কে পাতিলের কাছে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সিনেমা নয় বাস্তব: আবার ‘বিয়ে’ করলেন অভিনেতা প্রকাশ রাজ

এর আগেও সোনু সুদের রাজনীতিতে আসার দাবি উঠেছিল বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রী করার দাবি উঠলেও, সোনু নিজে সাধারণ মানুষ হিসেবেই থাকতে চেয়েছিলেন। নিদের বাড়ির নীচে সোনু মানুষকে গরমে সুস্থ থাকার পানীয় বিতরণ করছিলেন। তখনই পাপারাজ্জিরা তাঁকে জিজ্ঞাসা করেন, “রাখি সাওয়ান্তও আপনাকে প্রধানমন্ত্রী হতে বলছেন। আপনি কী বলবেন?” উত্তরে সোনু জানিয়েছিলেন, “আমি সাধারণ মানুষ হিসেবেই ভালো আছি।” রাজনীতির ময়দান যে তাঁর জায়গা নয়, তাও স্পষ্ট করে দিয়েছিলেন সোনু। এবার সেই মনোভাব বদলে কংগ্রেসের ডাকে বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন কিনা, সেটাই এখন দেখার।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss