11.3 C
London
Friday, March 31, 2023
Homeবায়োস্কোপSrabanti Chatterjee: 'হিন্দু ধর্মের অবমাননা!' তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে

Latest Posts

Srabanti Chatterjee: ‘হিন্দু ধর্মের অবমাননা!’ তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে

- Advertisement -

কলকাতা: ‘হিন্দু বলে আর নিজেকে পরিচয় দিও না’ সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র কটাক্ষের মুখে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সম্প্রতি নেটদুনিয়ায় ঘুর পাক খাচ্ছে নায়িকার একটি ছবি। যেখানে জুতো পরে গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে। যা দেখে বেজায় খেপেছেন নেটিজেনরা। হিন্দু ধর্মের অবমাননার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেন শ্রাবন্তী। ক্যাপশন ‘দু’হাত বাড়িয়ে ঈশ্বরের সৃষ্টিকে স্বাগত জানান’। ছবি গুলিতে কালো শর্টস, টি-শার্ট এবং পায়ে চপ্পল পরে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর এই তিনটি ছবির একটিতে গণেশমূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এতেই কটাক্ষের পালা শুরু। একের পর এক কুমন্তব্যে ভরতে থাকে অভিনেত্রীর ছবির কমেন্টবক্স। ‘বেহায়া মহিলা! লজ্জা বোধ সব কিছু হারিয়ে গিয়েছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’-এমনই তীব্র মন্তব্যে ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

- Advertisement -

প্রসঙ্গত কিছুদিন আগেই মহালয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল অভিনেত্রীকে। তিনবার বিয়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়েছে নায়িকার চরিত্রের ওপর। ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন’ এমন সব মন্তব্যে ভরে উঠেছিল নায়িকার কমেন্টবক্স। আর এখন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ আনা হল তাঁর বিরুদ্ধে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss