বায়োস্কোপ ডেস্ক: ঘরে একা বসে না থেকে তন্ময় সাধকের সঙ্গে চলুন ভোলেনাথের দরবারে। ভোলেনাথের সঙ্গে পার্টি করাতে নিয়ে যেতে চলেছে বাংলার এই মুহূর্তে সবথেকে চর্চিত ব়্যাপার তন্ময় সাধক। তন্ময়ের সঙ্গী হয়েছে অভিনেতা এবং মডেল সাগর ঝাঁ।
গানের প্রতিটি লাইনে সমাজকে তোয়াক্কা না করে নিজের চোখে নিজেকে ভালোবাসার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আপাতদৃষ্টিতে একটু ঔদ্ধত্যপূর্ণ শোনালেও ভালো করে গানের লাইনগুলো শুনলে বোঝা যাবে অযথা সমালোচনা বা কটুক্তিকে পাত্তা না দেওয়ার বক্তব্য তুলে ধরেছে এই গানের লেখক সায়ন্তন এবং রোহান।
শুধুমাত্র গানের লাইন ও সুরেই বলিউডি ফ্লেভার রয়েছে এমন নয় তার সঙ্গে গানের ভিডিওতেও আছে একেবারে ভিন্ন স্বাদের এক্সপেরিমেন্ট। বোল্ট-অ্যাকশন ক্যামেরার শুট-এ গানের ভিডিও পেয়েছ এক নতুন মাত্রা। অবশ্য তা হবে নাই বা কেন বলুন এই গানের পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তীর দীর্ঘদিনের অ্যাসিস্ট্যান্ট, বিশ্বনাথ। বিশ্বনাথের ভাবনা ও পরিচালনায় পার্টি উইথ ভোলেনাথ গানটি কোথাও যেন মনে করাবে, হানি সিং-কে।
গোটা ভিডিও জুড়ে একটি নেশাতুর পরিবেশ রক্ষার চেষ্টা করেছে কলাকুশলীরা। এ যেন ভোলেনাথের প্রিমিসেস-এ ডিরেক্ট এন্ট্রি দেওয়াচ্ছে তন্ময়। আর তার রাস্তাটা তৈরি হয়েছে মিউজিক দিয়ে।