নিউজ ডেস্ক, শ্রীনগর: সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরে (Shrinagar) পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা (Terrorist)। জঙ্গিদের গুলিতে ১৮ জন পুলিশকর্মী (police personal) জখম (wounded) হয়েছেন। যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।
গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে বিভিন্ন এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালিয়েছে জঙ্গিরা।
এরই মধ্যে সোমবার শ্রীনগরের পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ১৮ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোন জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। আশপাশের এলাকায় কোন জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে চলছে চিরুনি তল্লাশি। তবে শেষ পাওয়া খবরে কোনও জঙ্গির ধরা পড়ার খবর মেলেনি।
সোমবার সকালেই শ্রীনগরের রণগ্রেট এলাকায় সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি দল তল্লাশি অভিযান শুরু করে এলাকায়। বাহিনীর উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই জবাব দেয় বাহিনীও। এইগুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হয়েছে। উল্লেখ্য, রবিবার জম্মু-কাশ্মীরের অবন্তীপুরায় নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। বাহিনী পাল্টা গুলি চালালে এক জঙ্গি খতম হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশের উপর পাল্টা হামলা চালাল জঙ্গিরা।