News Desk: বর্তমান নিয়মে অপ্রাপ্ত বয়স্কদের মদ বিক্রি করা নিষিদ্ধ। মদ বিক্রি করার বিষয়ে ফের জারি হল এক নতুন নির্দেশিকা। নতুন নির্দেশিকাশ বলা হয়েছে, যাঁরা টিকার দুটি ডোজ (vaccine) দিয়েছেন শুধুমাত্র তাঁদেরকেই মদ বিক্রি করা যাবে।
অর্থাৎ কেউ যদি করোনা টিকার একটা ডোজ নিয়ে মদের দোকানের সামনে লাইন দেন তবে তাঁকেও মদ বিক্রি করা যাবে না। এই নতুন নির্দেশ জারি করেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খাণ্ডোয়া (Khandoya) জেলা প্রশাসন।
জেলার আবগারি আধিকারিক আরপি কিরার (R P Kirar) শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে জেলার কোনও মদের দোকানদারই টিকার দুটি ডোজ না নেওয়া ব্যক্তিদের মদ বিক্রি করতে পারবেন না। এমনকী, কেউ যদি একটি ডোজ নিয়ে এসে মদ কিনতে চান তাঁকেও মদ বিক্রি করা যাবে না। আবগারি আধিকারিকের ওই বক্তব্যের পর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাহলে মদের দোকানের সামনে লাইন দিতে গেলে কি করোনা ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র সঙ্গে রাখতে হবে?
এ প্রসঙ্গে কিরার বলেন, শংসাপত্র (certificate) রাখার কোনও প্রয়োজন হবে না। ক্রেতাদের মুখের কথাই যথেষ্ট। কেউ যদি টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে বলে জানান, তবে তাঁকে মদ বিক্রি করতে কোনও অসুবিধা নেই। একজনের মুখের কথার উপর প্রশাসন কিভাবে ভরসা করতে পারে? এই প্রশ্নের উত্তরে আবগারি আধিকারিক বলেন, অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন যে, মদ্যপায়ীরা কখনওই মিথ্যা কথা বলেন না। তাই মদের দোকানে আসা ব্যক্তিরাও নিশ্চিতভাবেই মিথ্যা কথা বলে মদ কিনবেন না।
প্রশ্ন হল, হঠাৎ করে কেন মদ কেনার ক্ষেত্রে করোনার সার্টিফিকেটের প্রয়োজন হল। এ প্রসঙ্গে জানা গিয়েছে, সম্প্রতি মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় টিকাকরণের গতি কিছুটা কমে গিয়েছে। উৎসবের মরসুমের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে খারিফ শস্য কাটা। একই সঙ্গে চলছে রবি শস্য বপন। তাই সাধারণ মানুষ বিশেষত কৃষিজীবি পরিবারগুলি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি টিকা নিয়ে মানুষের মধ্যে উৎসাহও কিছুটা কমেছে। সে কারণেই মানুষ যাতে আরও দ্রুত টিকা নিতে এগিয়ে আসেন তার জন্যই এই নির্দেশিকা জারি।